বার্তা সংস্থা ইকনা: ১০০০ জন চরমপন্থি ইহুদী ৭ম এপ্রিলে যায়নবাদী সামরিক বাহিনীর কঠোর গাড়ি প্রহরের মধ্যে দিয়ে নাবলুসে হযরত ইউসুফ (আ.)এর পবিত্র মাযারে হামলা চালিয়েছে।
যায়নবাদী সামরিক বাহিনীর কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে চরমপন্থি ইহুদীর বেশ কয়েকটি দল বেধে নাবুসল শহরের পশ্চিমাঞ্চলীয় পশ্চিম তীরে (যা এখন দখলদার ইহুদিদের দখলে) হযরত ইউসুফ (আ.)এর পবিত্র মাযারে হামলা চালিয়েছে।
ইসলামের পবিত্র স্থানে চরমপন্থি ইহুদিদের প্রবেশের সময় তাদের নিরাপত্তার জন্য বেশ কয়েকটি সামরিক গাড়ি তাদের পাড়ারা দেয় থাকে। যাতে করে যদি ফিলিস্তিনী বাসী প্রতিবাদ করে, তাহলে তাদের বাধা প্রয়োগ করতে পারে।
ইহুদিরা দশটিরও অধিক বাসে করে হযরত ইউসুফ (আ.)এর পবিত্র মাযারে প্রবেশ করে। এসময় তারা তাদের ধর্মীয় অনুষ্ঠান ‘তালমূদীয়’ উদযাপন করে।
ফিলিস্তিনি যুবকগণ ইসলামের পবিত্র স্থান তথা হযরত ইউসুফ (আ.)এর পবিত্র মাযারে প্রবেশ ক্ষেত্রে ইহুদিদের বাধা প্রয়োগ করলে ইহুদি সামরিক বাহিনীর সাথে ফিলিস্তিনী সাহসী যুবকদের সংঘর্ষ হয়।
এছাড়াও ইসরাইলি সামরিক বাহিনী এক বাড়ীতে হামলা চালিয়ে ফিলিস্তিনি দুই নারীকে গ্রেফতার করে। ‘ডালালুল হুশলেমুন’ (৪৭) এবং আদিয়া আল সাইদাভী’কে তাদের নিজ গৃহ থেকে গ্রেফতার করে।