বার্তা সংস্থা ইকনা: সোমালিয়ার 'ইশরাক' আঞ্জুমানের পক্ষ থেকে হেফজ এবং তিলাওয়াতের আলোকে জাতীয় কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। 'ইশরাক' আঞ্জুমান ঐতিহাসিক ঐতিহ্য ও প্রশিক্ষণের ক্ষেত্রে সক্রিয় রয়েছে। উক্ত প্রতিযোগিতা গতকাল সেদেশরে রাজধানী মোগাদিসু'র 'আল তাদামিন' মসজিদে শুরু হয়েছে এবং টানা ৫ দিন অব্যাহত থাকবে।
উক্ত প্রতিযোগিতা সেদেশের সবচেয়ে বৃহৎ ধর্মীয় কার্যকলাপ হিসেবে পরিগণিত। সেদেশের ১৮টি প্রদেশের প্রতিনিধির উপস্থিতিতে অনুষ্ঠিত হচ্ছে।
জাতীয় প্রতিযোগিতা উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে মোগাদিসুর মেয়র 'ইউসুফ হুসাইন জাময়ালী' উপস্থিত ছিলেন। এছাড়াও সোমালিয়ায় আওকাফ এবং ইসলামী মন্ত্রীর উপদেষ্টা 'ওমর আল ফারুক শেখ আব্দুল আজিজ' ও সংসদ সদস্যগণ এবং সেদেশের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলো।
উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কুরআন প্রতিযোগিতার গুরুত্বের আলোকে 'ইশরাক' আঞ্জুমানের প্রধান 'মুহাম্মাদ আব্দুল গনি সিজু'র শুভেচ্ছা বক্তৃতা পেশ করেন।
iqna