IQNA

আরো এক শিয়া মুসলমানের মৃত্যুদণ্ড চূড়ান্ত করেছে রাজতন্ত্রী সৌদি আরব

23:34 - April 24, 2016
সংবাদ: 2600662
আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরব আরো এক শিয়া মুসলমানকে মৃত্যুদণ্ড কার্যকর করার সিদ্ধান্ত নিয়েছে। ইউসুফ আল-মোশেইখাস নামে এক সক্রিয় শিয়া মুসলমানের মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করেছে সৌদি আরবের একটি আদালত।

ইউসুফ আল-মোশেইখাস এবং তার সন্তানেরা

বার্তা সংস্থা ইকনা: শিয়া আলেম আয়াতুল্লাহ শেখ নিমর আন-নিমরের শিরশ্ছেদ কার্যকরের চার মাসের মাথায় নতুন করে আরো এক শিয়া মুসলমানকে মৃত্যুদণ্ড দিতে যাচ্ছে সৌদি সরকার।
সৌদি আরবের পূর্বাঞ্চলীয় কাতিফ প্রদেশের আওয়ামিয়া শহরের অধিবাসী ইউসুফকে সন্ত্রাসী তৎপরতার অভিযোগে মৃত্যুদণ্ড দেয়া হচ্ছে। ২০১৪ সালের ২৬শে জানুয়ারিতে তাকে কাতিফ প্রদেশ থেকে গ্রেফতার করা হয়।
সৌদির আপিল আদাল ইউসুফ আল-মোশেইখাসের মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করার পর সেদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে হস্তান্তর করেছে।  
Iqna


captcha