ইউসুফ আল-মোশেইখাস এবং তার সন্তানেরাবার্তা সংস্থা ইকনা: শিয়া আলেম আয়াতুল্লাহ শেখ নিমর আন-নিমরের শিরশ্ছেদ কার্যকরের চার মাসের মাথায় নতুন করে আরো এক শিয়া মুসলমানকে মৃত্যুদণ্ড দিতে যাচ্ছে সৌদি সরকার।
সৌদি আরবের পূর্বাঞ্চলীয় কাতিফ প্রদেশের আওয়ামিয়া শহরের অধিবাসী ইউসুফকে সন্ত্রাসী তৎপরতার অভিযোগে মৃত্যুদণ্ড দেয়া হচ্ছে। ২০১৪ সালের ২৬শে জানুয়ারিতে তাকে কাতিফ প্রদেশ থেকে গ্রেফতার করা হয়।
সৌদির আপিল আদাল ইউসুফ আল-মোশেইখাসের মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করার পর সেদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে হস্তান্তর করেছে।
Iqna