IQNA

মসুলের গির্জা ধ্বংস করল দায়েশ

23:25 - April 25, 2016
সংবাদ: 2600668
আন্তর্জাতিক ডেস্ক: তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের সদস্যরা ইরাকের মসুল প্রদেশের প্রাচীন গির্জা 'আস-সায়া' ধ্বংস করেছে।


বার্তা সংস্থা ইকনা: মুসলের স্থানীয় সূত্র ঘোষণা করেছে: তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের সদস্যরা গতকাল (২৪শে এপ্রিল) মসুল প্রদেশের প্রাচীন গির্জা 'আস-সায়া'র আশে পাশের সকল বাড়ী খালি করে গির্জায় বোমা বিস্ফোরণ ঘটিয়ে ধ্বংস করেছে।

দায়েশের সদস্যরা ২০১৫ সালের ফেব্রুয়ারি মাসে উক্ত গির্জার একটি বৃহৎ ঘড়িতে বোমা বিস্ফোরণ ঘটিয়ে ধ্বংস করে গির্জার মূল্যবান সম্পদ লুটপাট করেছে।

'আস-সায়া' গির্জা মসুলের শহরের প্রাচীন ঐতিহ্যের মধ্যে অন্যতম এবং এই গির্জা থেকে মসুল শহরের অধিকাংশ শহর দেখা যেত।

iqna



ট্যাগ্সসমূহ: মসুলের ، গির্জা ، দায়েশ ، শহর
captcha