IQNA

দুবাইয়ে নারীদের জন্য হেফজে কোরআন কেন্দ্র উদ্বোধন

23:55 - May 04, 2016
সংবাদ: 2600720
আন্তর্জাতিক ডেস্ক: সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্যিক শহর দুবাইয়ে নারীদের জন্য হেফজে কোরআন কেন্দ্র উদ্বোধন হয়েছে।

বার্তা সংস্থা ইকনা: সংযুক্ত আরব আমিরাতের যুবকল্যাণ মন্ত্রী 'শামসিয়া মাযরুয়ী' নারীদের জন্য হেফজে কোরআন কেন্দ্রটি উদ্বোধন করেছেন।
নবনির্মিত উক্ত হেফজে কোরআন কেন্দ্রে শুধুমাত্র নারীদের কুরআন প্রশিক্ষণ দেওয়া হবে। সকল নারীদের সুবিধার্থে সকাল ও বিকালে ক্লাস গ্রহণ করা হবে।
হেফজে কোরআন কেন্দ্রে মোট ৭ জন শিক্ষক ক্লাস গ্রহণ করবেন। উক্ত কেন্দ্রে মোট ১২টি প্রকল্পের ওপর কর্মতৎপরতা চালু থাকবে। প্রকল্পগুলোর মধ্যে অন্যতম হচ্ছে –হজে হাজ্বিদরে সংখ্যা বৃদ্ধি, কোরআন স্টাডি সেন্টারের কার্যক্রম বৃদ্ধি, পবিত্র শাবান (মাস) দাতব্য, পবিত্র রমজান (মাসের) খাদ্য, ঈদুল ফিতরে এতিমদের নগদ অর্থ অনুদান, রমজান মাসে কর্মীদের সাহায্য, হজ ক্যাম্পেইন এবং ঈদুল ফিতর ও কোরবানি ঈদে পোশাক ক্যাম্পেইন।

iqna


ট্যাগ্সসমূহ: দুবাইয়ে ، কোরআন
captcha