IQNA

"আমার জন্য হিজাব" নামে বৈশ্বিক প্রচারাভিযান শুরু

21:27 - May 08, 2016
সংবাদ: 2600742
আন্তর্জাতিক ডেস্ক: হিজাবি মুসলিম নারীরা "আমার জন্য হিজাব" নামে একটি আন্তর্জাতিক প্রচারণা শুরু করেছেন। তারা হ্যাশট্যাগ #hijabtome হিজাব বিস্তারে এবং অমুসলিমদের ভ্রান্ত ধারনা মোকাবেলায় এই ক্যাম্পেইন শুরু করেছেন।


বার্তা সংস্থা ইকনা: মুসলিম নারীরা সামাজিক নেটওয়ার্কে যেমন: ফেসবুক ও টুইটারে হ্যাশট্যাগ ব্যবহার করে "আমার জন্য হিজাব" প্রচারাভিযান চালু করেছে।

এই প্রচারাভিযানের প্রধান লক্ষ্য হচ্ছে অমুসলিমদের মন থেকে হিজাব সম্পর্কে ভ্রান্ত ধারনা দূর করা।

মুসলিম নারীরা সকল নারীদের কাছে অনুরোধ করেছেন যারা বিভিন্ন স্থানে তাদের হিজাবধারী ছবি প্রকাশ করতে চায় তারা যেন "আমার জন্য হিজাব" হ্যাশট্যাগ #hijabtome ব্যবহার করেন।

প্রচারাভিযানের প্রবক্তারা বলেন: আমাদেরকে দেখান যে আপনাদের হিজাব কেমন। এবং পাশে সংক্ষেপে লিখুন যে হিজাবের প্রতি আপনার অনুভূতি কেমন।

তারা বলেন: আমাদের উচিত সকল সামাজিক মিডিয়ায় অমুসলিমদেরকে হিজাবের গুরুত্ব সম্পর্কে সঠিক ধারণা দেয়া।

iqna


ট্যাগ্সসমূহ: হিজাব ، মুসলিম ، ইকনা
captcha