IQNA

ইসলামী পোশাকের কারণে নওমুসলিম মেয়ে স্কুল থেকে বহিষ্কার

18:53 - May 10, 2016
সংবাদ: 2600749
আন্তর্জাতিক ডেস্ক: ফ্রান্সে খ্রিস্টান ধর্ম থেকে নতুন মুসলমান হওয়া এক মেয়েকে ইসলামী পোশাক এবং লম্বা স্কার্ট পরার কারণে স্কুল থেকে বহিষ্কার করা হয়েছে।

বার্তা সংস্থা ইকনা: নাম প্রকাশে অনিচ্ছুক ১৬ বছরের এই স্কুল ছাত্রীকে শুধুমাত্র ইসলামী পোশাক এবং লম্বা স্কার্ট পরার কারণে স্কুল থেকে বহিষ্কার করা হয়েছে। স্কুল প্রধান নওমুসলিম এই মেয়েকে বলেছে: লম্বা স্কার্ট, ইসলামী পোশাকের অন্তর্ভুক্ত এবং স্কুলের ২০০৪ সালের আইন অনুযায়ী এধরণের পোশাক ব্যবহার করা নিষেধ।
এ আইন অনুযায়ী, স্কুলের অভ্যন্তরে যেকোনো ধর্মীয় পোশাক ব্যবহার করা বিশেষ করে ইসলামী হিজাব ব্যবহার করা নিষেধ।
লক্ষণীয় বিষয় এটা যে, লম্বা স্কার্ট যদি মডেল হিসেবে পরে থাকে তাহলে কোন সমস্যা নেই; তবে যদি হিজাব হিসেবে ব্যবহার করে থাকে তাহলে সমস্যা রয়েছে! স্কুল কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে এ সমস্যা সমাধানের জন্য নওমুসলিম ঐ স্কুলছাত্রীর অভিভাবকের সাথে এ ব্যাপারে কথা বলবে।
লম্বা স্কার্ট পরা অথবা নিষেধাজ্ঞার ওপর ফরাসি রাজ্য কাউন্সিল দ্রুত সিদ্ধান্ত নেওয়ার কথা ছিল; কিন্তু এ ব্যাপারে তারা এখনও কোন সিদ্ধান্ত গ্রহণ করেনি।

iqna
ট্যাগ্সসমূহ: নওমুসলিম ، ইসলামী ، ইকনা ، হিজাব
captcha