IQNA

কাজান স্টেডিয়ামে ১০ হাজার রোজাদার ব্যক্তিকে ইফতারি দেওয়া হবে

19:23 - May 19, 2016
সংবাদ: 2600809
আন্তর্জাতিক ডেস্ক: তাতারস্থানের রাজধানী কাজানে পবিত্র রমজান মাসের ১৬ তারিখে ১০ হাজার রোজাদার ব্যক্তিকে ইফতারি দেওয়া হবে।


বার্তা সংস্থা ইকনা: "তাতারস্থানের মুসলিম অ্যাডমিনিস্ট্রেশন" প্রেস অধিদফতর প্রকাশ করেছে, কাজানে পবিত্র রমজান মাসের ১৬ তারিখে ১০ হাজার রোজাদার ব্যক্তিকে ইফতারি দেওয়া হবে।

অধিক সংখ্যা হওয়ার কারণে কাজান শহরের ফুটবল স্টেডিয়ামে ইফতার প্রদানের ব্যবস্থা করা হবে এবং একই স্থানে নামাজেরও আয়োজন করা হবে।

বলাবাহুল্য, গত বছরে তাতারস্থানের মুসলিম অ্যাডমিনিস্ট্রেশন পক্ষ থেকে ইফতার পার্টির আয়োজন করা হয়েছিল। গত বছরের ইফতার পার্টতে ৫ হাজার রোজাদার ব্যক্তিকে আমন্ত্রণ জানানো হয়েছিল এবং এই সংখ্যা বৃদ্ধি করে চলতি বছরে ১০ হাজার রোজাদার ব্যক্তিকে আমন্ত্রণ জানানো হবে।

Iqna


captcha