বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : হযরত হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন
মুহসেন কারায়াতি ইরানের ধর্মীয় মাদ্রাসাসমূহের কোরআন শিক্ষকদের উদ্দেশ্যে
বক্তৃতাকালে বলেন: পবিত্র কোরআনের তাফসির ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে
সর্বাধিক গুরুত্ব দেয়া উচিত। কেননা কোরআনের তাফসিরের শিক্ষা যখন মানুষের
নিকট যথাযথভাবে উপস্থাপন করা সম্ভব হবে, তখন মানুষ ইসলাম ও কোরআনের প্রকৃত
মর্মার্থ অনুধাবনের সুযোগ পাবে। ফলে তারা ইসলামের প্রতি উদ্বুদ্ধ হবে।
তিনি বলেন: ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ফিকাহ ও উসুল শাস্ত্রের উপর
অধিক গুরুত্বতারোপ করা হয়। কিন্তু কোরআনের তাফসিরের প্রতি সে অনুপাতে
গুরুত্বারোপ করা হয় না। এমনটি আদৌ সমীচীন নয়। কেননা পবিত্র কোরআনই সব
শিক্ষার উৎসমূল এবং ইসলামের যাবতীয় বিধানাবলী এ আসমানী কিতাব থেকেই
উৎসারিত।
এ বিশিষ্ট মুসলিম গবেষক সমাজের মানুষের মাঝে পবিত্র কোরআনের শিক্ষা ও সংস্কৃতির বিস্তার সাধনের উপর গুরুত্বারোপ করেন।