IQNA

তানজানিয়ার মসজিদে সন্ত্রাসী হামলা: নিহত ৩

15:34 - May 21, 2016
সংবাদ: 2600820
আন্তর্জাতিক ডেস্ক: তানজানিয়ার উত্তর পশ্চিমাঞ্চলীয় মাওনজা শহরের 'রাহমানি' মসজিদে সন্ত্রাসীরা হামলা চালিয়েছে। সন্ত্রাসীদের হামলার ফলে মসজিদের পেশ ইমাম সহ তিন জন নিহত হয়েছে।

বার্তা সংস্থা ইকনা: মুখোশধারী পনেরো জন সশস্ত্র সন্ত্রাসী ১৯শে মে মাওনজা শহরের 'রাহমানি' মসজিদে নামাজী ব্যক্তিদের ওপর হামলা চালিয়েছে। সন্ত্রাসীদের এই হামলার ফলে মসজিদের পেশ ইমাম সহ তিন জন নিহত হয়েছে এবং অনেকেই আহত হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে,হামলার পূর্বে সন্ত্রাসীরা মুসল্লিদের উদ্দেশ্যে বলেছে, তোমরা কিভাবে নামাজ আদায় করছ, যখন আমাদের বন্ধুরা জেলে রয়েছে।
এখনও পর্যন্ত কোন ব্যক্তি বা গোষ্ঠী এ হামলার দায়ভার গ্রহণ করেনি। তবে ধারণা করা হচ্ছে দায়েশের অন্তর্গত কোন সন্ত্রাসী গোষ্ঠী এ কাজ করেছে।
Iqna


ট্যাগ্সসমূহ: মসজিদে ، ইকনা ، সন্ত্রাসীদের
captcha