বার্তা সংস্থা ইকনা: মিশরের বৈজ্ঞানিক গবেষণা মন্ত্রণালয়ের অন্তর্গত ন্যাশনাল জ্যোতির্বিদ্যা ও ভূপদার্থবিদ্যার প্রধান হাতিম আওদা ঘোষণা করেছেন: চলতি বছরে শাবান মাস ২৯ দিনে শেষ হবে। রবিবার (৫ম জুন) শাবান মাসের শেষ তারিখ।
তিনি বলেন: চলতি বছরে মিশরে সোমবার (৬ষ্ঠ জুন) পবিত্র রমজান মাসের সূচনা হবে। দেশের মুসলমানদের গড়ে প্রতিদিন ১৫ ঘণ্টা ৪৯ মিনিট রোজা থাকতে হবে।
হাতিম আওদা যুক্ত করেন: চলতি বছরে সবচেয়ে কম সময়ের রোজা হবে রমজান মাসের প্রথম দিনে; যা ১৫ ঘণ্টা ৪৫ মিনিট এবং সবচেয়ে বেশী সময়ের রোজা ১৫ ঘণ্টা ৫২ মিনিট।
তিনি আরও বলেন: চলতি বছরে মিশরের মুসলমানদের মোট ৪৬৪ ঘণ্টা ৭ মিনিট রোজা রাখতে হবে।
Iqna