বার্তা সংস্থা ইকনা: মসজিদ উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় কর্তৃপক্ষদের মসজিদের ভিতরে প্রবেশে করানোর জন্য সাধারণ জনগণের পথ অবরোধ করে রাখে সেদেশের পুলিশ। আর এ জন্য বেশ কয়েকজন যুবক ক্ষিপ্ত হয়। যুবকরা ক্ষিপ্ত হওয়ার ফলে পুলিশের সাথে যুবকদের সংঘর্ষ হয়। সংঘর্ষের সময় যুবকরা পুলিশকে উদ্দেশ্য করে পাথর নিক্ষেপ করে।
অপরদিক থেকে যুবকদের পরাস্ত করার জন্য পুলিশ বাহিনী তাদের লক্ষ করে টিয়ারগ্যাস নিক্ষেপ করে।
ট্রিম্বু শহরে হাসপাতালে প্রধান মামডু কুয়াটি জানান: পুলিশের সাথে যুবকদের সংঘর্ষের ফলে ৫৯ জন আহত হয়েছে এবং তাদের সকলকেই হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
গিনি প্রজাতন্ত্রের প্রায় ৮৫ শতাংশ জনগণ মুসলমান এবং ট্রিম্বু শহর সেদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুসলিম শহর।