
বার্তা সংস্থা ইকনা: মসজিদুল হারাম এবং মসজিদুন নবী (সা.)এর অধিদপ্তরের প্রধান বলেছেন: আসন্ন রমজান মাস উপলক্ষে মসজিদুল হারামের প্রাঙ্গণে বিভিন্ন ভাষায় অনুদিত ১০ লাখ কুরআন শরিফ বিতরণ করা হবে।
বিশ্বের প্রচলিত ৭৫টি ভাষায় অনুদিত পবিত্র কুরআন শরিফ হাজিদের মাঝে বিতরণ করার জন্য এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
মসজিদুল হারামের মুসহাফ ও গ্রন্থসমূহ বিষয়ক অ্যাডমিনিস্ট্রেশনের প্রধান মোহাম্মাদ রিয়াল আল-সিলানী এ ব্যাপারে বলেছেন: উর্দু, ইন্দোনেশীয়, তুর্কি, ফরাসি, বাংলা ও ইংরেজি সহ অন্যান্য ভাষায় অনুদিত কুরআন বিতরণ করা হবে।
Iqna