IQNA

'ইসলামে চাপানো মার্কিন ময়লা দূর করেন ইমাম খোমেনী (র)'

21:48 - June 03, 2016
সংবাদ: 2600895
আন্তর্জাতিক ডেস্ক: ইরানের বিশিষ্ট আলেম ও তেহরানের জুমা নামাজের অস্থায়ী খতিব হুজ্জাতুল ইসলাম কাজেম সিদ্দিকি বলেছেন, ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রতিষ্ঠাতা ইমাম খোমেনী (র) ইসলামের চেহারা থেকে আমেরিকার চাপানো আবর্জনা বা ময়লা ও নানা মহলের কূপমণ্ডুকতা দূর করেছেন।
'ইসলামে চাপানো মার্কিন ময়লা দূর করেন ইমাম খোমেনী (র)'

রাজনীতি হতে ধর্মের পৃথক থাকার দাবিটি যে এক বিপজ্জনক অপবাদ তাও ইমাম খোমেনী (র) তুলে ধরেছেন বলে তিনি মন্তব্য করেছেন। আজ তেহরানের জুমা নামাজের খোতবায় তিনি এইসব মন্তব্য করেছেন।

ইমাম খোমেনীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে সবাইকে শোক ও সমবেদনা জানিয়ে হুজ্জাতুল ইসলাম কাজেম সিদ্দিকি বলেছেন, ইমাম খোমেনী ছিলেন ফিকাহ বা ইসলামী আইনের ক্ষেত্রে সৃষ্টিশীল এক মহান সংস্কারক ও ইতিহাস-নির্মাতা।

তিনি আরও বলেছেন, ‘ইমাম ছিলেন একজন হাকিম বা বিজ্ঞ দার্শনিক এবং বুদ্ধিবৃত্তিক যৌক্তিকতাবাদী। তিনি শক্তিশালী, সম্মানজনক, স্বাধীন ও জাগরণকামী এবং জুলুম ও দুর্নীতির বিরুদ্ধে সংগ্রামী ইসলামের পুনর্জাগরণ ঘটিয়েছেন।’

তেহরানের জুমা নামাজের অস্থায়ী খতিব ইরানের সংসদ ও বিশেষজ্ঞ পরিষদ নির্বাচনে জনগণের উপস্থিতির প্রশংসা করেছেন। বিশেষজ্ঞ পরিষদের নির্বাচিত সদস্যরা একাধারে ইসলামী আইনবিদ ও মুজতাহিদ তথা ইসলামী বিধান নির্নয়ের যোগ্যতা-সম্পন্ন আলেম হওয়ায় শত্রুরা ক্রুদ্ধ হয়েছে বলে তিনি মন্তব্য করেছেন। #

iqna


ট্যাগ্সসমূহ: তেহরানের ، ইরানের ، ইমাম ، খোমেনী
captcha