IQNA

রমজান মাসের প্রথম জুমায় আল আকসা মসজিদে মুসল্লিদের ঢল + ছবি

16:52 - June 11, 2016
সংবাদ: 2600973
আন্তর্জাতিক ডেস্ক: আল আকসা মসজিদে গতকাল (১০ম জুন) সহস্রাধিক মুসল্লি জুমার নামাজ আদায় করেছেন।


বার্তা সংস্থা ইকনা: দখলদার ইসরায়েলিদের কড়া নিরাপত্তা এবং জেরুজালেমে গাজার অধিবাসীদের ভ্রমণের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও জুমার নামাজে মুসলমানদের উপচে পড়া ভিড় পরিলক্ষিত হয়। গতকাল জুমার নামাজে ফিলিস্তিনের অনেক অধিবাসী প্রথম বারের মত অংশগ্রহণ করেছেন।
দখলদার ইসরায়েলির সামরিক বাহিনী ৪৫ বছরের নীচে ফিলিস্তিনি অধিবাসীদের আল আকসা মসজিদে প্রবেশ করতে দেয়নি।
এদিকে ইসরায়েলির অবৈধ বসতি বন্ধ এবং পশ্চিম তীরে বিচ্ছেদ প্রাচীর নির্মাণের বন্ধের প্রতিবাদে ফিলিস্তিনিবাসীরা সাপ্তাহিক বিক্ষোভ প্রদর্শন করতো। চলতি সপ্তাহে ইসরায়েলির সামরিক বাহিনী, ফিলিস্তিনিবাসীর এই সাপ্তাহিক বিক্ষোভে বাধা প্রয়োগ করে।
Iqna


captcha