IQNA

কোয়েটায় শিক্ষার্থীদের জন্য কুরআন প্রশিক্ষণ কোর্স

17:22 - June 13, 2016
সংবাদ: 2600986
আন্তর্জাতিক ডেস্ক: কোয়েটার 'মিসবাহ আল-কুরআন' একাডেমীর পক্ষ থেকে উক্ত শহরের শিক্ষার্থীদের জন্য কুরআন প্রশিক্ষণ কোর্স শুরু হয়েছে।

বার্তা সংস্থা ইকনা: পবিত্র রমজান মাস উপলক্ষে পাকিস্তানের কোয়েটা শহরের মুমিনাবাদ নামক হুসাইনিয়াতে অনুষ্ঠিত হচ্ছে।

শিক্ষার্থীদের মাঝে পবিত্র কুরআনের শিক্ষা বিস্তারের লক্ষ্যে উক্ত কোর্স অনুষ্ঠিত হচ্ছে। প্রতিদিন স্থানীয় সময় ২১টায় মুমিনাবাদ হুসাইনিয়াতে উক্ত কোর্স অনুষ্ঠিত হবে।

কুরআন প্রশিক্ষণ কোর্সের আয়োজক কমিটি জানিয়েছে, কুরআন প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণ করার জন্য শিক্ষার্থীদের উপচে পরা ভিড় জমেছে এবং তারা ব্যাপক স্বাগত জানিয়েছেন। প্রতিদিন কুরআন প্রশিক্ষণ শেষে আলেমগণ পবিত্র রমজান মাসের ফজিলত সম্পর্কে বক্তৃতা প্রদান করেন।

iqna


captcha