বার্তা সংস্থা ইকনা: তিনি বলেছেন, "আজকে শত্রুদের এজেন্ডা হচ্ছে ইসলামি প্রজাতন্ত্রকে থামিয়ে কিংবা মুছে দেয়া; না হলে অন্তত তাদের উন্নয়নকে বাধাগ্রস্ত করা।” ইরান সরকারের তিন বিভাগের প্রধানদের সঙ্গে আজ (মঙ্গলবার) এক বৈঠকে সর্বোচ্চ নেতা মার্কিন ষড়যন্ত্র সম্পর্কে সতর্ক করে এসব কথা বলেছেন।
আয়াতুল্লাহ খামেনেয়ী দেশের সক্ষমতা বাড়ানোর ওপরও বিশেষ গুরুত্ব দিয়েছেন। তিনি বলেন, "আমি বার বার জোর দিয়ে বলেছি, আমাদেরকে অবশ্যই শক্তি অর্জন করতে হবে এবং আমাদের সম্ভাবনাগুলোকে তুলে আনতে হবে। এগুলো করা গেলেই কেবল ইরানের জনগণ মানসিকভাবে শান্তিতে থাকতে পারবে।”
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের কোনো কোনো প্রার্থী ইরান ও ছয় জাাতিগোষ্ঠীর মধ্যকার পরমাণু সমঝোতা বাতিল করবেন বলে যে হুমকি দিচ্ছেন সে বিষয়ে সর্বোচ্চ নেতা বলেন, "এ ধরনের কোনো কিছু হলে ইরান তার শক্ত জবাব দেবে।” তিনি পরিষ্কার করে বলেন, "আমরা পরমাণু সমঝোতা লঙ্ঘন করব না কিন্তু বিপরীত পক্ষ লঙ্ঘন করে তাহলে আমরা এ সমঝোতা পুড়িয়ে দেব।”
আয়াতুল্লাহ খামেনেয়ী আরো বলেন, পরমাণু সমঝোতার অধীনে আমেরিকা তার দায়িত্বের বড় অংশই পূরণ করতে ব্যর্থ হয়েছে। কিন্তু ২০ মাত্রার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ এবং আরাক ও ফোরদো পরমাণু স্থাপনা নিয়ে আমরা এ পর্যন্ত আমাদের প্রতিশ্রুতি মেনে চলেছি। পরমাণু সমঝোতা অনুযায়ী অন্য পক্ষ ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে বাধ্য ছিল কিন্তু তারা তা করে নি। ব্যাংকিং লেনদেনের বিষয়টি এখনো সুরাহা হয় নি। তেলবাহী ট্যাংকারের ইন্স্যুরেন্স খুব সীমিত পর্যায়ে বাস্তবায়ন হয়েছে। তেলের অর্থ ও বিভিন্ন দেশে আটকে থাকা সম্পদ এখনো দেশে ফেরে নি।”
সর্বোচ্চ নেতা জোর দিয়ে বলেন, ইরানের সঙ্গে ওয়াশিংটনের যে ইস্যু তা একেবারেই ইসলামি বিপ্লবের সঙ্গে সম্পর্কযুক্ত যা আমরা কোনোমতেই আলোচনা করতে পারি না।#
iqna