IQNA

উদ্বোধন হতে যাচ্ছে তুরস্কের সর্ববৃহৎ মসজিদ

23:47 - June 18, 2016
সংবাদ: 2601018
আন্তর্জাতিক ডেস্ক: "চমলিজা" নামক তুরস্কের সর্ববৃহৎ মসজিদ ১ম জুলাই উদ্বোধন হতে যাচ্ছে।

বার্তা সংস্থা ইকনা: এ পর্যন্ত তুরস্কে যে সকল মসজিদ নির্মিত হয়েছে তার মধ্যে চমলিজা মসজিদ সবচেয়ে বৃহৎ মসজিদ। পবিত্র শাবে কদরের রাতে (২৭শে রমজান) প্রথম জুমার নামাজ আদায়ের মাধ্যমে উক্ত মসজিদের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

মসজিদের বাহিরের কাজ সম্পন্ন করা হয়েছে। শাবে কদরের বিশেষ নামাজ ও আমল এই মসজিদে অনুষ্ঠিত হবে।

ধারণ করা হচ্ছে, শাবে কদরের অনুষ্ঠানে ১০ হাজার মুসল্লি অংশগ্রহণ করবেন। তুরস্কের ইস্তাম্বুল শহরের ইস্কুদার নামক এলাকায় উক্ত মসজিদটি নির্মাণ করা হয়েছে। শাবে কদরের দিনে ইফতারের ব্যবস্থা করা হয়েছে এবং মসজিদের ভিতরে মুসল্লিদের নামাজের ব্যবস্থা করা হয়েছে।

চমলিজা মসজিদের ডিজাইন সেদেশের বিখ্যাত দুই জন নারী স্থাপত্যবিদ সম্পন্ন করেছেন। মসজিদটি নির্মাণ করতে ৬ কোটি ৭০ লাখ ডলার ব্যয় হয়েছে।

৩০ হাজার মিটার জমির ওপর মসজিদটি নির্মাণ করা হয়েছে। মসজিদের সাথে নারীদের জন্য বিশেষ ব্যবস্থা, একটি ইসলামিক আর্ট গ্যালারি, জাদুঘর ও লাইব্রেরিও নির্মাণ করা হয়েছে। এছাড়াও প্রতিবন্ধীদের সুবিধার জন্য বিশেষ ব্যবস্থা রয়েছে। মসজিদের নির্মাণ কাজ ২০১৩ সালের গ্রীষ্মে শুরু করা হয়েছিল।

Iqna


captcha