স্যামসাং এর রিটেলার ইউনিয়নের বিপণন বিভাগের প্রধান 'ফাদি আবু শামাত' বলেন: পবিত্র রমজান মাসে মধ্যপ্রাচ্যের জনগণ তাদের পরিবারবর্গের সকল সদস্যের সাথে অতিবাহিত করেন।
আর এ উপলক্ষে আমার উৎসব পালন করে থাকি এবং তা স্মরণীয় করার চেষ্টা করি। এই ক্যাম্পেইন একটি গল্প বলার ক্যাম্পেইন। ক্যাম্পেইনের মাধ্যমে রমজান মাসের বিভিন্ন অভিজ্ঞাত নিবন্ধন করার চিন্তা করা হয়েছে এবং এসকল অভিজ্ঞতা বিশ্ববাসীর নিকট উপস্থাপন করা হবে। মধ্যপ্রাচ্যের সকল মানুষকে (#KeepRamadanShining) হ্যাশট্যাগ অনুসরণ করার আহ্বান জানানো হয়েছে এবং রমজান মাসের অভিজ্ঞতা এবং বিভিন্ন ছবি এখানে শেয়ার করার জন্য আহ্বান জানানো হয়েছে।