IQNA

পবিত্র রমজান মাস উপলক্ষে স্যামসাং-এর ক্যাম্পেইন শুরু

16:20 - June 21, 2016
সংবাদ: 2601033
আন্তর্জাতিক ডেস্ক: পবিত্র রমজান মাস উপলক্ষে স্যামসাং-এর পক্ষ থেকে সামাজিক নেটওয়ার্কে "পবিত্র রমজানকে উজ্জ্বলময় রাখুন" শিরোনামে ক্যাম্পেইন শুরু হয়েছে।

পবিত্র রমজান মাস উপলক্ষে স্যামসাং-এর ক্যাম্পেইন শুরু
বার্তা সংস্থা ইকনা: স্যামসাং কোম্পানি এই ক্যাম্পেইনের মাধ্যমে পবিত্র রমজান মাসেরে সৌন্দর্য এবং প্রতিভাময় মুহূর্তের ছবি তুলে তা পরবর্তী প্রজন্মের নিকট পৌঁছে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এসকল ছবি স্যামসাং ক্যামেরা থেকে তোলা হবে।

স্যামসাং এর রিটেলার ইউনিয়নের বিপণন বিভাগের প্রধান 'ফাদি আবু শামাত' বলেন: পবিত্র রমজান মাসে মধ্যপ্রাচ্যের জনগণ তাদের পরিবারবর্গের সকল সদস্যের সাথে অতিবাহিত করেন।

আর এ উপলক্ষে আমার উৎসব পালন করে থাকি এবং তা স্মরণীয় করার চেষ্টা করি। এই ক্যাম্পেইন একটি গল্প বলার ক্যাম্পেইন। ক্যাম্পেইনের মাধ্যমে রমজান মাসের বিভিন্ন অভিজ্ঞাত নিবন্ধন করার চিন্তা করা হয়েছে এবং এসকল অভিজ্ঞতা বিশ্ববাসীর নিকট উপস্থাপন করা হবে। মধ্যপ্রাচ্যের সকল মানুষকে (#KeepRamadanShining) হ্যাশট্যাগ অনুসরণ করার আহ্বান জানানো হয়েছে এবং রমজান মাসের অভিজ্ঞতা এবং বিভিন্ন ছবি এখানে শেয়ার করার জন্য আহ্বান জানানো হয়েছে।

Iqna



ট্যাগ্সসমূহ: রমজান ، পবিত্র ، ক্যাম্পেইন
captcha