কানাডা জাতীয় মুসলিম পরিষদের সদস্য সালেহ খান এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন: বিগত কয়েক মাস যাবক এধরণের ঘটনার জন্য কানাডিয়ান সমাজের প্রতি মুসলমানরা আস্থা হারিয়ে ফেলেছে।
তিনি বলেন: মুসলমানদের বিরুদ্ধে বর্ণবাদী ও ইসলাম বিদ্বেষীদের এ ধরণের জঘন্য ঘটনা আসলেই অনেক দুঃখজনক। অবিলম্বেই এধরনের কর্মকাণ্ড বন্ধ হওয়ার প্রয়োজন রয়েছে।
লিন্ডান শহরের পুলিশের মুখপাত্র সান্ডাশা বুক বলেন: কোন প্রকার কারণ ছাড়াই অন্যকে অপমান করার আসলেই অনেক কষ্টদায়ক। আমার এর মূল মূল উৎপাটন করব।
বলাবাহুল্য, মাসে লিন্ডান শহরে বিগত আট মুসলমানদের ওপর মোট চার বার হামলা চালিয়েছে ইসলাম বিদ্বেষীরা।