IQNA

ইরানের রাজার মত আলে খলিফা ও আলে সৌদকে পালিয়ে যেতে হবে

16:06 - June 24, 2016
সংবাদ: 2601054
হুজ্জাতুল ইসলাম কাজেম সিদ্দিকি: আন্তর্জাতিক ডেস্ক: বাহরাইনের শীর্ষ পর্যায়ের শিয়া আলেম 'শেখ ঈসা আহমাদ কাসিমে'র নাগরিকত্ব বাতিল করায় তেহরানের জুমার খতিব আলে খলিফার তীব্র নিন্দা জানিয়ে বলেছেনে: ইরানের সচেতন জনগণের প্রতিবাদে অবশেষে এদেশের রাজা পালিয়ে যেতে বাধ্য হয়েছিল। ইনশাআল্লাহ সৌদি ও বাহরাইনের রাজারাও তাদের দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হবে।
বাহরাইনের জনগণের প্রতি আলে খলিফা সরকারের আচরণ মানবতাবিরোধী

বার্তা সাংস্থা ইকনা: হুজ্জাতুল ইসলাম কাজেম সিদ্দিকি আজ (২৪শে জুন) জুমার দ্বিতিয় খুতবায় ইমাম আলী (আ.)এর পবিত্র শাহাদাত বার্ষিকী উপলক্ষে সকলকে সমবেদন জ্ঞাপন করে বলেন: উত্তম কাজসমূহ লাইলাতুল কাদরে সম্পাদন করতে হয়। অন্য রাতের তুলনায় এই রাতে উত্তম কাজের পুরস্কার ১০০০ গুণ অধিক হিসাব করা হয়।

তেহরানের জুমার নামাজের খতিব বলেন: বাহরাইনের জনগণের বিরুদ্ধে সেদেশের আলে খলিফা সরকারের আচরণ মানবতাবিরোধী এবং এজন্য মানামাকে চড়া মূল্য দিতে হবে।

জুমার নামাজের খোতবায় হুজ্জাতুল ইসলাম কাজেম সিদ্দিকি বাহরাইনের নিরাপত্তা বাহিনীর ব্যাপক দমন অভিযানে উদ্বেগ প্রকাশ করে বলেন, দেশটির জনগণ শুধুমাত্র তাদের ন্যায়সঙ্গত অধিকার চায় এবং এটি পাওয়ার জন্য শান্তিপূর্ণ পথ অবলম্বন করছে। কিন্তু গত পাঁচ বছর ধরে বন্দুকের গুলি দিয়ে তাদের শান্তিপূর্ণ প্রতিবাদ দমন করা হয়েছে। কাজেম সিদ্দিকি বলেন, আলে খলিফা সরকার সৌদি আরবের আলে সৌদ সরকারের দৃষ্টান্ত অনুসরণ করে জনগণের বিরুদ্ধে সব ধরনের সহিংসতা পথ অবম্বন করছে।

বাহরাইন সৌদি আরবের শিয়া আলমেদের আটক, মৃত্যুদণ্ড নাগরিকত্ব বাতিলের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে তেহরানের জুমার নামাজের খতিব বলেন, ধরনের জুলুম নিন্দনীয় এবং আচরণ অব্যাহত থাকলে আলে খলিফা আলে সৌদ সরকারের পতন হবে।

খোতবার অন্য অংশে ফিলিস্তিনিদের খাবার পানিতে বিষ মিশিয়ে দেয়ার ব্যাপারে ইহুদিবাদী রাবাইরা যে ফতোয়া দিয়েছেন তার তীব্র নিন্দা জানান কাজেম সিদ্দিকি। তিনি বলেন, এই পাশবিক আচরণ হযরত মূসা (.) শিক্ষার সম্পূর্ণ পরিপন্থি।#


iqna

captcha