IQNA

পবিত্র রমজান মাসের সাথে পরিচিত হচ্ছেন স্পেনের মুসলমানেরা

23:13 - June 25, 2016
সংবাদ: 2601062
আন্তর্জাতিক ডেস্ক: স্পেনের অমুসলিমদেরকে পবিত্র রমজান মাসের সাথে পরিচয় করানোর উদ্দেশ্যে সেদেশের 'অইলুসবারী' শহরের মসজিদে অনুষ্ঠিত ইফতারের অনুষ্ঠানে সাধারণ জনগণ ও বিভিন্ন ধর্মের আলেম ও নেতার উপস্থিত থাকার জন্য আহ্বান জানিয়েছে স্পেনের মুসলমানেরা।

বার্তা সংস্থা ইকনা: এ ব্যাপারে অইলুসবারী' শহরের মসজিদের পরিচালক "আসাদ মোহাম্মাদ" বলেছেন: এই পরিকল্পনার মূল উদ্দেশ্য হচ্ছে স্পেনের অমুসলিম জনগণের সাথে মুসলিম জনগণের সম্পর্ক শক্তিশালীকরণ এবং পবিত্র রমজান মাসের সাথে সাধারণ জনগণ ও বিভিন্ন ধর্মের আলেম ও নেতাদের পরিচয় করানো।

এই পরিকল্পনার মাধ্যমে পরিচালক কমিটি ও নেতাগণ অন্যান্য ধর্মের কর্মকর্তা ও নেতাদের সাথে পবিত্র রমজান ও ইসলাম ধর্ম সম্পর্কে আলোচনা করেছেন।

এছাড়াও ইসলাম ধর্ম ও মুসলমানদের সম্পর্কে কোন প্রশ্ন থাকলে মসজিদের নামে ফেসবুকের একাউন্টে প্রশ্ন করার আহ্বান জানিয়েছেন মসজিদের কর্মকর্তাগণ।

আসাদ মোহাম্মাদ বলেনে: আমাদের মসজিদে একজন খতিব রয়েছে। মুসলমানদের সম্পর্কে যদি কোন অমুসলিমের প্রশ্ন থাকে তাহলে তিনি যদি আমাদের নিকটে এসে তার প্রশ্ন উত্থাপন করে তাহলে আমরা খুশি হব।

iqna



ট্যাগ্সসমূহ: রমজান ، স্পেনের ، মুসলমানেরা
captcha