বার্তা সংস্থা ইকনা: রোববার একদল ইসরাইলি সেনাদের সহযোগে বিপুল সংখ্যক অবৈধ বসতিস্থাপনকারী ইসরাইলি আল-আকসা মসজিদে হামলা চালালে ফিলিস্তিনি মুসল্লিরা তাদের বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ে তোলে।
ফিলিস্তিনি মুসল্লিরা সকালে ফজরের নামাজ আদায়ের সময় দখলদার ইসরাইলিরা আল-আকসা মসজিদে প্রবেশ করে।
ইসরাইলি সেনার মুসল্লিদের টার্গেট করে টিয়ারগ্যাস এবং রাবার বুলেট নিক্ষেপ করে। সংঘর্ষে বহু মানুষ রাবার বুলেটের মাধ্যমে আহত হয়েছে। এছাড়া, চার ফিলিস্তিনিকে আটক করে নিয়ে গেছে ইসরাইলি সেনা।
পবিত্র রমজান মাসে জন ফিলিস্তিনি গ্রেফতার
ফিলিস্তিনি কারাগার বিষয়ক কেন্দ্র বা পিপিসিএস ঘোষণা করেছে: পবিত্র রমজান মাসের শুরু থেকে এ পর্যন্ত ইসরাইলি সেনারা ৩৩০ জন ফিলিস্তিনিকে গ্রেফতার করেছে।
এই কেন্দ্র আরও জানিয়েছে: গ্রেফতারকৃতদের মধ্যে অনেক নারী, শিশু ও অসুস্থ ব্যক্তি রয়েছে। রমজান শুরু হওয়ার পর থেকে ইসরাইলি বাহিনী ১০ বছর বয়সী এক বালক সহ ৬০টি শিশুকেও আটক করেছে।
২০১৫ সালের পর থেকে নিরীহ ফিলিস্তিনিদের আল-আকসা মসজিদে প্রবেশে ব্যাপারে পূর্বের থেকে আরও কঠোর পথ অবলম্বন করছে চরমপন্থি ইসরাইলিরা। এছাড়াও চরমপন্থি ইসরাইলিরা ফিলিস্তিনিদের নামাজ আদায়ের জন্য আল-আকসা মসজিদে সময় ও স্থান নির্ধারণ করেছে।