বার্তা সংস্থা ইকনা: "শিল্পের আলোকে কুরআন" প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে ফ্রান্সে অবস্থিত ইরানের রাষ্ট্রদূত 'আলী আহানী' ও ইরানী প্রতিনিধি দল উপস্থিত ছিলেন।
"শিল্পের আলোকে কুরআন" প্রদর্শনী ইরানী কালচারাল অ্যাটাশের পক্ষ থেকে পবিত্র রমজান মাসের কুরআনিক অনুষ্ঠানের ধারাবাহিক প্রোগ্রামেরই অংশ।
প্যারিসের গ্রেট মসজিদের গ্যালারিতে আগ্রহী ব্যক্তমণ্ডলির জন্য স্থানীয় সময় ১১টা থেকে ২১টা পর্যন্ত উক্ত প্রদর্শনী প্রদর্শিত হবে।