IQNA

মরিতানিয়া কুরআন প্রতিযোগিতা শুরু

16:46 - July 01, 2016
সংবাদ: 2601102
আন্তর্জাতিক ডেস্ক: মৌরিতানিয়ার রাজধানী "নুওয়াকশুত"য় ২৯শে জুন কুরআন হেফজ ও তিলাওয়াতের আলোকে প্রতিযোগিতা শুরু হয়েছে।


বার্তা সংস্থা ইকনা: উক্ত কুরআন প্রতিযোগিতা মরিতানিয়ার ইসলামিক অ্যাফেয়ার্স এবং বেসিক শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে অনুষ্ঠিত হচ্ছে। তিউনিসিয়া, আলজেরিয়া, মরক্কো, সেনেগাল, গাম্বিয়া, মালি এবং মৌরিতানিয়ার প্রতিনিধির উপস্থিতিতে উক্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে।

মৌরিতানিয়ার প্রেসিডেন্টের নামে তথা "মোহাম্মাদ ওয়ালিদ আব্দেল আজিজ" আওয়ার্ড শিরোনামে উক্ত প্রতিযোগিতা শুরু হয়েছে এবং চার দিন যাবত অনুষ্ঠিত হবে।

এ ব্যাপারে মৌরিতানিয়ার ইসলামিক অ্যাফেয়ার্স এবং বেসিক এডুকেশন মন্ত্রী "আহমাদ ওয়ালিদ আহলে দাউদ" বলেনে: ঐশী গ্রন্থের সেবা, যুবকদের মধ্যে পবিত্র কুরআনের শিক্ষা বিস্তার এবং পবিত্র কুরআনের সাথে সমাজের সম্পর্ক শক্তিশালী করার উদ্দেশ্যেই উক্ত কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে।

তিনি আরও বলেন: এছাড়াও পবিত্র কুরআনের হাফেজদের মধ্যে ভ্রাতৃত্বের সম্পর্ক বৃদ্ধি করণ এবং কুরআনিক ব্যক্তিত্বদের সম্মান প্রদর্শন করা এই প্রতিযোগিতার অপর উদ্দেশ্য।

iqna


ট্যাগ্সসমূহ: কুরআন ، ইসলাম ، মোহাম্মাদ
captcha