
বার্তা সংস্থা ইকনা: আফগানিস্তানের সীমান্তবর্তী পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় "খাইবার পাখতুনখাওয়া" প্রদেশে চিত্রল শহরে ২ জুলাই ভায়বহ বন্যা হয়। বন্যার ফলে মোট ২৮ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে ১০ জন রোজাদার মুসল্লিও রয়েছেন। রমজান উপলক্ষে গত শনিবার (২ জুলাই) রাতে ধর্মপ্রাণ মুসল্লিরা যখন মসজিদে নামাজ পড়ছিলেন তখন মসজিদটি পানিতে ভেসে যায়। বন্যায় চিত্রল নদীর পানি বৃদ্ধি পাওয়ায় এ ঘটনা ঘটেছে। এছাড়া আহত হয়েছেন কমপক্ষে ২১ জন।
চিত্রলের মেয়র "শাহ মাগফুর" জানান: তীব্র বৃষ্টি ও বন্যার ফলে মসজিদের ভিতরে থাকা অনেক মুসল্লি এখনও নিখোঁজ রয়েছে এবং এখনও পর্যন্ত তাদের পরিস্থিতি সম্পর্কে আমরা অবগত নয়।
তিনি বলেন: অন্য এক এলাকায় ১৮ জন নিহত হয়েছে। ধারণা করা হচ্ছে পাহাড়ি এলাকাসমূহে নিহতের সংখ্যা বৃদ্ধি হতে পারে।
চলতি বছরে এপ্রিল মাসে পাকিস্তানের উত্তর ও উত্তর-পশ্চিমাঞ্চলে বন্যার কারণে ২০০ অধিক মানুষ নিহত হয়েছে এবং প্রায় ১৫০০টি বাড়ী ধ্বংস হয়েছে।
এদিকে সিনহুয়া সংবাদ মাধ্যম ঘোষণা করেছে, পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চল এবং চিত্রল শহরে ভায়বহ বন্যার কারণে ৩০ জন নিহত এবং ৩৫ জন আহত হয়েছে।
iqna