হাসাবা'র সদস্যদের (দায়েশের পুলিশ) গতকাল মসুল শহরের সকল করবস্থানে মোতায়েন করা হয়েছে। যদি কেউ তাদের মরহুম আত্মীয়স্বজনের কবর যিয়ারতের করতে আসে তাহলে তাদেরকে গ্রেফতার করা হবে বলে ঘোষণা করেছে এই সন্ত্রাসী দল।
এদিকে "আল ফুরাত নিউজ" লিখেছে: তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের হাত থেকে ফাল্লুজা ও সালাউদ্দিন শহরের উত্তরাঞ্চল মুক্ত করা হয়েছে এবং এ সকল অধিবাসীদেরকে এই সুসংবাদ দেওয়ার জন্য ইরাকের বিমান বাহিনীর প্লেন থেকে লক্ষাধিক লিফলেট প্রচার করেছে।
দায়েশ ২০১৪ সালের মাঝামাঝি থেকেই ইরাকের বেশ কিছু এলাকা দখল করেছে এবং তাদের দখলকৃত অঞ্চলসমূহের প্রাচীন নিদর্শন সমূহ ধ্বংস করেছে। এছাড়াও অনেক নিরপরাধ মানুষকে পাশবিকভাবে হত্যা করেছে। বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান উদযাপনকে বেদয়াত বলে ঘোষণা করেছে।