IQNA

ইরাকের সুন্নি আলেমের আহ্বান:

সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য যৌথ অপারেশন রুম প্রতিষ্ঠিত করতে হবে

22:47 - July 09, 2016
সংবাদ: 2601160
আন্তর্জাতিক ডেস্ক: ইরাকের সুন্নি আলেম সমিতির সভাপতি "শেখ খালিদ আল মোল্লা" শিয়া আলেমদের নিকট সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য যৌথ অপারেশন রুম প্রতিষ্ঠিত করার আহ্বান জানিয়েছেন।

বার্তা সংস্থা ইকনা: ইরাকের রাজধানী বাগদাদের "আল-কিরাদা" এলাকার "আল-খজাইরী" জামে মসজিদে ৮ জুলাই শিয়া ও সুন্নি মুসলমানদের সমন্বয়ে জুমার নামাজের খুতবায় সুন্নি আলেম "শেখ খালিদ আল মোল্লা" বলেছেন: "আমি নাজাফের মারজা তাকলিদ, ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা সাইয়্যেদ আলী খামেনায়ী এবং আল আজহার ইসলামিক সেন্টারের নিকট সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য যৌথ অপারেশন রুম প্রতিষ্ঠিত করার আহ্বান জানাচ্ছি।

তিনি গতকাল জুমার নামাজের খুতবায় বলেন: এছাড়াও হিজবুল্লাহর মহাসচিব "সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ" যার আতঙ্কে যায়নবাদীরা সর্বদা আতঙ্কিত, আফ্রিকান আলেম এবং ইউরোপিয়ান ইসলামিক সেন্টারও সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য যৌথ অপারেশন রুম প্রতিষ্ঠিত করার জন্য সাহায্য ও সমর্থন করতে পারে।

শেখ খালিদ আল মোল্লা আরও বলেন: সন্ত্রাসী দল দায়েশ, বায়ছী, তাকফিরি এবং চরমপন্থিদের প্রতিরোধ করার জন কোন সমন্বয় রুম নেই এবং অবিলম্বে এধরণের সমন্বয় রুম প্রতিষ্ঠিত করার জন্য তিনি গুরুত্বারোপ করেছেন।

ইরাকের রাজধানী বাগদাদের "আল-কিরাদা" এলাকার "আল-খজাইরী" জামে মসজিদে গতকাল শিয়া ও সুন্নি মুসলমানদের সমন্বয়ে জুমার নামাজ আদায় করা হয়। কিছু দিন পূর্বে এই মসজিদে সন্ত্রাসীরে হামলায় ৩০০ অধিক মুসল্লি শাহাদাত বরণ করেন।

Iqna


captcha