পূর্ব ও মধ্য আফ্রিকার স্থানীয় ভাষা লু। এই প্রথমবারের মতো লু ভাষায় কুরআন শরিফ অনুবাদ করা হয়েছে।
কেনিয়ার লু ভাষীগণ আরবি ভাষার সাথে ততটা পরিচিত নন। আর এ জন্য এই ভাষায় কুরআন অনুবাদের প্রয়োজন ছিল।
লু ভাষায় অনুদিত এই কুরআন শরিফটি কেনিয়ার মুসলিম সুপ্রিম কাউন্সিল থেকে স্বীকৃতি দেওয় হয়েছে।
কেনিয়া ও তাঞ্জানিয়ায় লুয়ো উপজাতির প্রায় ৬০ লাখ মানুষ বসবাস করছে। এদের মধ্যে অধিকাংশ জনগণ গ্রেট লেক ভিক্টোরিয়ার ইস্ট কোস্ট এবং দক্ষিণ অঞ্চলে জীবনযাপন করেন।