বার্তা সংস্থা ইকনা: সুদানের আলেম কমিটি ও আফ্রিকার সুপ্রিম ওলামা কাউন্সিলের সদস্য "শেখ মোহাম্মদ হাশেম আল হাকিম" এ ব্যাপারে বলেন: আমাদের দেশে ভুল প্রিন্টকৃত কুরআন শরিফ ব্যাপকভাবে বিতরণ করা হচ্ছে।
তিনি বলেন: এসকল ভুল প্রিন্টকৃত কুরআন শরিফ সিরিয়া ও মিশরের একটি প্রকাশনালয়ের অন্তর্ভুক্ত। পবিত্র কুরআন প্রিন্টের জন্য এই প্রকাশনালয় ২০১৫ সালে আল আজহার ইসলামী গবেষণা পরিষদের নিকট থেকে "২৬" নম্বরের লাইসেন্স গ্রহণ করেছে।
আল হাকিম বলেন: "আলে ইমরান" সূরার ৬৪ নম্বর আয়াত এবং পবিত্র কুরআনের ১০ পৃষ্ঠা মুছে ফেলা হয়েছে।
তিনি বলেন: ভুল প্রিন্টকৃত কুরআন শরিফ দেশে প্রবেশের বাধা সৃষ্টি করার জন্য ওয়াকফ এবং গাইডেন্স মন্ত্রণালয়, সংস্কৃতি মন্ত্রণালয়, কাস্টমস প্রশাসন, স্ট্যান্ডার্ড অর্গানাইজেশন এবং সংশ্লিষ্ট অন্যান্য সংস্থার একনিষ্ঠ ভাবে এগিয়ে আসতে হবে।
Iqna