আন্তর্জাতিক ডেস্ক: চলতি বছরে পঞ্চম বছরের মত সিরিয়াবাসি হজ থেকে বঞ্চিত হয়েছে। সিরিয়াবাসিদের হজ থেকে বঞ্চিত হওয়ার জন্য সিরিয়ার হজ সুপ্রিম কমিটি সৌদি কর্তৃপক্ষকে দায়ী করেছে।
বার্তা সংস্থা ইকনা:
সিরিয়ার হজ সুপ্রিম কমিটি এক বিবৃতিতে ঘোষণা করেছে: সৌদি আরবের হজ কর্তৃপক্ষের উচিত
রাজনৈতিক ও সামাজিক কর্মী নির্বিশেষে সকলে জন্য এই ঐশী নির্দেশ পালনের ব্যবস্থার করা।
এই বিবৃতিতে বলা হয়েছে:
হজ চুক্তিপত্রের নিতি অনুযায়ী সৌদি আরবের ওয়াহাবি সরকার কাজা করছে না। তারা হজ চুক্তিপত্রে
নিতি লঙ্ঘন করেছে। বিশ্বের প্রতিটি ইসলামি দেশ চুক্তিপত্রে স্বাক্ষর করেছে; অথচ তারা সেই আইন
মেনে চলছে না।