IQNA

ইমাম রেজা (আ.)এর পবিত্র জন্মদিন উপলক্ষে অস্ট্রেলিয়ায় উৎসব মহফিল

20:22 - August 10, 2016
সংবাদ: 2601359
আন্তর্জাতিক ডেস্ক: আহলে বাইতের অষ্টম ইমাম হযরত আলী বিন মুসা আর রেজা (আ.)এর পবিত্র জন্মদিন উপলক্ষে ১৩ই আগস্ট অস্ট্রেলিয়ার সিডনি শহরের ইসলামী কেন্দ্রে উৎসব মহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে।
ইমাম রেজা (আ.)এর পবিত্র জন্মদিন উপলক্ষে অস্ট্রেলিয়ায় উৎসব মহফিল

বার্তা সংস্থা ইকনা: ইমামতিধারার ৮ম ইমাম তথা হযরত ইমাম হযরত আলী বিন মুসা আর রেজা (আ.)এর পবিত্র জন্মদিন উপলক্ষে উক্ত উৎসব মাহফিলে বক্তৃতা পেশ করবেন মাওলানা ইদ্রিস আল-হাসান। এছাড়াও আহলে বায়েত (আ.)এর শানে মর্সিয়া, গজল ও ধর্মীয় সঙ্গীত পরিবেশনা করা হবে। এই অনুষ্ঠান উর্দু ও ফার্সি ভাষায় অনুষ্ঠিত হবে।
সিডনির আহলে বায়েত (আ.) ইসলামী সেন্টারে ১৩ই আগস্ট শনিবার এশার নামাজের পর স্থানীয় সময় ১৯:৩০টায় উক্ত উৎসব অনুষ্ঠান শুরু হবে।
iqna


captcha