বার্তা সংস্থা ইকনা:
ইমামতিধারার ৮ম ইমাম তথা হযরত ইমাম হযরত আলী বিন মুসা আর রেজা (আ.)এর পবিত্র জন্মদিন উপলক্ষে উক্ত উৎসব মাহফিলে বক্তৃতা পেশ করবেন মাওলানা ইদ্রিস আল-হাসান। এছাড়াও আহলে বায়েত (আ.)এর শানে মর্সিয়া, গজল ও ধর্মীয় সঙ্গীত পরিবেশনা করা হবে। এই অনুষ্ঠান উর্দু ও ফার্সি ভাষায় অনুষ্ঠিত হবে।
সিডনির আহলে বায়েত (আ.) ইসলামী সেন্টারে ১৩ই আগস্ট শনিবার এশার নামাজের পর স্থানীয় সময় ১৯:৩০টায় উক্ত উৎসব অনুষ্ঠান শুরু হবে।
iqna