IQNA

জার্মানের আদালতে হিজাব নিষেধাজ্ঞার আহ্বান

21:10 - August 10, 2016
সংবাদ: 2601360
আন্তর্জাতিক ডেস্ক: জার্মানের আদালতে হিজাব নিষেধাজ্ঞার আহ্বান জানিয়েছে দেশটির বিচারক এসোসিয়েশন।
বার্তা সংস্থা ইকনা: জার্মানের বিচারকদের দুইটি আঞ্জুমান এবং বিচার মন্ত্রী সেদেশের দুটি প্রদেশে মুসলিম আইনজীবীদের ইসলামী পোশাক ব্যাবহারের ওপর নিষেধাজ্ঞার আহ্বান জানিয়েছে।

তারা দাবী করেছে, যদি আইনজীবীরা ইউনিফর্ম ছাড়াও স্কার্ফ পরে, তাহলে বিচার ব্যবস্থার নিরপেক্ষতার ক্ষেত্রে জনগণের আস্থা হারিয়ে যাবে!

তবে জার্মানির সংবিধানে মুসলিম নাগরিকদের হিজাবের ক্ষেত্রে কোন নিষেধাজ্ঞা জারি করা হয়নি।

জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেলের নেতৃত্বে সেদেশের ব্যাডেন-ওয়েটেমবার্গ প্রদেশের বিচারমন্ত্রী 'গাইডো উলফ' এবং ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক পার্টির একজন সদস্য সম্প্রতি ঘোষণা করেছে, আদালতে হিজাব নিষিদ্ধ করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

এর পূর্বে জার্মান সংবিধান আদালত ২০১৫ সালে মুসলিম শিক্ষিকাদের জন্য হিজাব নিষেধাজ্ঞা জারি বাতিল করেছে। তখন আদালত যুক্তি দেখিয়েছিল, হিজাব নিষেধাজ্ঞা জারি সম্পূর্ণরূপে ধর্মীয় স্বাধীনতা নীতির বিপরীত।

iqna


captcha