বার্তা সংস্থা ইকনা: ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ এবং তার প্রতিনিধিদল তুরস্কে ভ্রমণকালে সেদেশের পররাষ্ট্রমন্ত্রী 'চাউশ আগলু'র সাথে সাক্ষাৎ এবং সংবাদ সম্মেলনে উপস্থিত হওয়ার পর জুমার নামাজ আদায়ের জন্য জনতা মসজিদে যান এবং সেখানে তুরস্কের প্রধানমন্ত্রী ও মুসল্লিগণ তাকে স্বাগত জানিয়েছেন।
গতকাল (১২ আগস্ট) তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান, তুরস্কের প্রধানমন্ত্রী বিন আলী ইলদিরিম, তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী ও তার টিম এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী ও তার টিম একই সারিতে দাঁড়িয়ে (ঐক্য/সম্মিলিত নমাজ) আদায় করেছেন।
নামাজ শেষে তুরস্কের প্রেসিডেন্ট তার সংক্ষিপ্ত বক্তৃতায় বলেন: "আজ ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ আমাদের অতিথি"। তুরস্কের প্রেসিডেন্টের এই কথা বলার পর মুসল্লিগণ "আল্লাহু আকবার" বলে ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে স্বাগত ও অভিনন্দন জানিয়েছে।
নামাজ শেষে ড. জারিফ তুর্কির প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর সাথে প্রেসিডেন্ট প্রাসাদে যান।
এরপর এরদোগানের সাথে এক সাক্ষাৎকারে ইরানি পররাষ্ট্রমন্ত্রী দ্বিপক্ষীয় সম্পর্কের উন্নয়ন এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক সহ অন্যান্য ইস্যুতে কথা বলেছেন। এই বৈঠক বন্ধুত্বপূর্ণ পরিবেশে শেষ হয়।
১৫ জুলাইয় তুরস্কে ব্যর্থ অভ্যুত্থানের পর প্রথম বারের মত সেদেশে ইরানের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা ভ্রমণ এবং আলোচনা করেছেন।
iqna