IQNA

আজান নয়, মসজিদ থেকে ভেসে আসল গান!

4:25 - August 14, 2016
সংবাদ: 2601380
আন্তর্জাতিক ডেস্ক: এই গান ইচ্ছাকৃতভাবে চালানো হয়েছে নাকি সেটি ষড়যন্ত্র করে বাজানো হয়েছে, এখন সেটি তদন্ত করা হবে।
বার্তা সংস্থা ইকনা: ফিলিস্তিনের পশ্চিম তীরের নাবলুস শহরের কয়েকটি মসজিদে আজানের পরিবর্তে গান বাজানোর বিষয়টি তদন্ত করার সিদ্ধান্ত নিয়েছে সেখানকার ধর্মীয় কর্তৃপক্ষ। খবর বিবিসির।
মুসল্লিরা বৃহস্পতিবার যখন নামাজের জন্য মুয়াজ্জিনের পরিচিত কণ্ঠে আজানের অপেক্ষায় ছিলেন, তখন তারা বিস্মিত হন মিশরের সুপরিচিত গায়ক উম কোলথুমের গান শুনতে পেয়ে।
এই গান ইচ্ছাকৃতভাবে চালানো হয়েছে নাকি সেটি ষড়যন্ত্র করে বাজানো হয়েছে, এখন সেটি তদন্ত করা হবে। সম্প্রচার সিস্টেমে কোনো ত্রুটি ছিল কিনা তাও দেখা হবে।
এই বিষয়ে সাধারণ মানুষের মাঝে বিভক্ত প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। কেউ কেউ এটিকে কোনোভাবেই 'গ্রহণযোগ্য নয়' বলে মনে করছেন। আবার কেউ কেউ একে 'খুবই মজার' বলে মন্তব্য করছেন।
মুসলিমদের পাঁচ ওয়াক্ত নামাজের জন্য মসজিদে আজান দেয়া হয়ে থাকে।
এর আগে গতবছর মিশরে একই ধরনের ঘটনায় মুয়াজ্জিনের বিরুদ্ধে শৃংখলাভঙ্গের অভিযোগ আনা হয়েছিল।#দৈনিক যুগান্তর
captcha