আন্তর্জাতিক ডেস্ক: ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে সই হওয়া পরমাণু সমঝোতার প্রতি তেহরানের ইতিবাচক মনোভাব রয়েছে বলে জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি। তবে তিনি এও বলেছেন, এর অর্থ এই নয় যে আমেরিকা এবং অন্যান্য শক্তিধর দেশের প্রতিও ইরানের একই ধরনের মনোভাব রয়েছে।

পার্সটুডের বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনা:
আজ (রোববার) ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ইয়াসুজ শহরে এক
বিশাল জনসমাবেশে দেয়া বক্তৃতায় প্রেসিডেন্ট রুহানি এ মন্তব্য করেন।
পরমাণু সমঝোতার বা জেসিপিওএ'
র কথা উল্লেখ করে রুহানি বলেন,
'
জেসিপিওএ'
র প্রতি ইরানের
ইতিবাচক মনোভাব থাকার অর্থ এই নয় যে ক্ষমতাধর দেশগুলোর প্রতিও একই
মনোভাব রয়েছে। আমরা জেসিপিওএ'
র প্রতি আশাবাদী হতে পারি তবে আমেরিকার
কর্মকাণ্ডের বিষয়ে হতাশ।'
ইরানের প্রেসিডেন্ট বলেন,
দেশের অর্থনৈতিক উন্নয়নের পটভূমি
তৈরির পাশাপাশি স্থানীয় এবং বিদেশি বিনোয়োগ আকৃষ্ট করতে জেসিপিওএ
গুরুত্বপূর্ণ ভূমিকাপালন করবে।তিনি আরো বলেন,
জেসিপিওএ বাস্তবায়নের এক বছরেরও কম সময়ের মধ্যে
বিশ্বের বিভিন্ন দেশ থেকে অন্তত ৩৫০টি বাণিজ্যিক প্রতিনিধি দল এবং ১৬০ জন
রাজনৈতিক ব্যক্তিত্ব ইরান সফর করেছেন।
ছয় জাতিগোষ্ঠীর বিরুদ্ধে প্রতিরোধ চালিয়ে যাওয়ার পাশাপাশি ইরানি জনগণ তেহরান বিরোধী নিষেধাজ্ঞাগুলোর প্রভাব ভেঙে ফেলতে সক্ষম হয়েছে বলে উল্লেখ করেন প্রেসিডেন্ট রুহানি।
তিনি বলেন, '
ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা উঠে যাওয়ার ফলে
কেউ কেউ হয়তো এতে নাখোশহয়েছে। কারণ এর ফলে তাদের মুনাফা ক্ষতিগ্রস্ত হবে
বলে তারা আশঙ্কা করছে। তবে এ সফলতা অর্জনের ফলে ইরানি জাতি খুশি হয়েছে।'#
iqna