IQNA

সৌদি আরবে আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতা শুরু

19:35 - August 09, 2025
সংবাদ: 3477854
ইকনা- ৪৫তম আন্তর্জাতিক হিফজ, তিলাওয়াত ও তাফসির কুরআন প্রতিযোগিতা “মালিক আবদুল আজিজ” সৌদি আরবে ৯ আগস্ট মক্কা মুকাররমার মসজিদুল হারামে শুরু হয়েছে।

ইকনা ও “daralmaref.com” সূত্রে জানা গেছে, সৌদি আরবের ইসলামিক বিষয়ক, দাওয়াত ও দিকনির্দেশনা মন্ত্রণালয়ের আয়োজনে ও তত্ত্বাবধানে অনুষ্ঠিতব্য ৪৫তম মালিক আবদুল আজিজআন্তর্জাতিক হিফজ, তিলাওয়াত ও তাফসির কুরআন প্রতিযোগিতা আগামীকাল ৯ আগস্টে শুরু হয়েছে।

এই প্রতিযোগিতায় বিশ্বের ১২৮টি দেশের প্রতিনিধিরা অংশ নিচ্ছেন যা ১৩৯৯ হিজরি সালে প্রতিযোগিতা শুরুর পর থেকে সর্বোচ্চ সংখ্যক দেশের অংশগ্রহণ এবং এর আন্তর্জাতিক মর্যাদা ও বিশ্বব্যাপী শীর্ষস্থানীয় অবস্থানের প্রমাণ।

সৌদি আরবের ইসলামিক বিষয়ক, দাওয়াত ও দিকনির্দেশনা মন্ত্রী শেখ আবদুল লতিফ বিন আবদুল আজিজ আল আশ শাইখ বলেন: এই মন্ত্রণালয় গর্বিত যে, তারা এই শিকড়-প্রোথিত প্রতিযোগিতাটি আয়োজন করছে, যা অন্যতম মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতা এবং উচ্চ মর্যাদাসম্পন্ন।

তিনি আরও বলেন: এই প্রতিযোগিতা প্রতি বছর বিশ্বের বিভিন্ন দেশের কুরআন হাফেজদের, যারা আল্লাহর কিতাবের রক্ষক, পবিত্রতম স্থানে একত্রিত করে।

মালিক আবদুল আজিজআন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতা পাঁচটি শাখায় অনুষ্ঠিত হবে: সম্পূর্ণ কুরআন হিফজ, সুন্দর তিলাওয়াত ও সঠিক তাজবিদসহ, সাতটি মুতাওয়াতির কেরাত অনুসারে। সম্পূর্ণ কুরআন হিফজ, সুন্দর তিলাওয়াত ও সঠিক তাজবিদসহ, এবং কুরআনের পূর্ণ শব্দার্থের তাফসির।সম্পূর্ণ কুরআন হিফজ, সুন্দর তিলাওয়াত ও সঠিক তাজবিদসহ। ধারাবাহিক ১৫ পারা হিফজ, সুন্দর তিলাওয়াত ও সঠিক তাজবিদসহ। ধারাবাহিক ৫ পারা হিফজ, সুন্দর তিলাওয়াত ও সঠিক তাজবিদসহ। 4298876#

 

captcha