IQNA

অ্যাসোসিয়েটেড প্রেস;

ইসলাম ধর্ম সম্পর্কে দায়েশের অধিকাংশ সদস্যদের কোন ধারণা নেই

17:53 - August 16, 2016
সংবাদ: 2601397
আন্তর্জাতিক ডেস্ক: সম্প্রতি আমেরিকান সংবাদ সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস তাকফিরি গোষ্ঠী আইএস তথা দায়েশ সম্পর্কে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। অ্যাসোসিয়েটেড প্রেস প্রতিবেদনে উল্লেখ করেছে, ইসলাম ধর্ম সম্পর্কে দায়েশের অধিকাংশ সদস্য অতি সামান্য জ্ঞান রাখে।


বার্তা সংস্থা ইকনা: দায়েশের ৪ হাজার সদস্য যারা এই দলে যোগ দেওয়ার জন্য সিরিয়ায় গিয়েছে তাদের ব্যাপারে এই গোপন তথ্যটি সম্প্রতি ফাঁস হয়েছে।

আমেরিকান সংবাদ সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস গোপন নথির ব্যাপারে পর্যবেক্ষণ করে ঘোষণা করেছে, ইসলাম ধর্ম সম্পর্কে দায়েশের ৭০ শতাংশ সদস্যের তেমন কোন ধারণ নেই। ইসলাম ধর্ম সম্পর্কে তাদের জ্ঞান অতি সামান্য এবং ২৪ শতাংশ মোটামুটি ধারণা রাখে এবং মাত্র ৬ শতাংশ সদস্যের ধারণা বেশী।

অ্যাসোসিয়েটেড প্রেস আরও জানিয়েছে: দায়েশের এই গোপন নথির মাধ্যমে জানা যায় যে, ইসলাম ধর্ম সম্পর্কে যাদের ধারণা অনেক কম, তারাই এই দলের প্রতি আকৃষ্ট হচ্ছে।

সিআইএ'র সাবেক কর্মকর্তা প্যাট্রিক স্কিনার এ ব্যাপারে বলেন: হত্যা ও জঘন্য কাজের জন্য খ্যাতি ও উত্তেজনার জন্য অনেকেই দায়েশের দলে যোগ দিচ্ছে এবং তাদের কাছে ধর্ম মুখ্য বিষয় নয়।

তিনি বলেন: তাকফিরি দায়েশের মধ্যে যারা ইসলাম ধর্ম সম্পর্কে ভালো জ্ঞান রাখে, তারা (নিজেরাই) আত্মঘাতী হামলা চালানোর জন্য সম্মতি প্রদান করে না।

অক্সফোর্ডের ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক 'তারিক রামাদান এ ব্যাপারে বলেন: যারা আত্মঘাতী হামলা চালায় তারা শহীদ হয় না; বরং তারা অপরাধী। তারা অনেক নিরীহ মানুষকে হত্যা করছে। ইসলাম ধর্ম কখনোই নিরপরাধ মানুষকে হত্যা করার পক্ষপাতিত্ব করে না।

iqna


captcha