IQNA

ইউরোপের আরবি স্কুলের শিক্ষকদের জন্য কুরআন প্রশিক্ষণ কোর্স

18:48 - August 16, 2016
সংবাদ: 2601399
আন্তর্জাতিক ডেস্ক: হযরত আব্বাস (আ.)এর পবিত্র মাজারের কুরআন ইন্সটিটিউটের লন্ডন শাখার পক্ষ থেকে ইউরোপের আরবি স্কুলের শিক্ষকদের জন্য "তাফসিরের নিয়ম এবং কুরআন প্রশিক্ষণের পদ্ধতি"র আলোকে অতি শীঘ্রই কুরআন প্রশিক্ষণ কোর্স শুরু হতে যাচ্ছে।
বার্তা সংস্থা ইকনা: "তাফসিরের নিয়ম এবং কুরআন প্রশিক্ষণের পদ্ধতি"র আলোকে উক্ত প্রশিক্ষণ কোর্স "আল হুদা ওয়ান নুর" নামক স্কুলের সহযোগিতায় আরবি স্কুলের শিক্ষক ও শিক্ষিকাদের জন্য অনুষ্ঠিত হবে।

হযরত আব্বাস (আ.)এর পবিত্র মাজারের কুরআন ইন্সটিটিউটের লন্ডন শাখার মিলনায়তনে শিক্ষিকাদের জন্য কুরআন প্রশিক্ষণ কোর্স ১৩ সেপ্টেম্বর শুরু হবে এবং ১৬ সেপ্টেম্বর পর্যন্ত অব্যাহত থাকবে। একই মিলনায়তনে শিক্ষকদের জন্য ১৯ সেপ্টেম্বর শুরু হবে এবং ২২শে সেপ্টেম্বর শেষ হবে।

কোর্সের শেষে অংশগ্রহণকারীদের নিকট হতে পরীক্ষা গ্রহণ করা হবে। পরীক্ষায় উত্তীর্ণদের মাঝে পুরস্কার ও সার্টিফিকেট প্রদান করা হবে।

উক্ত প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণ করার জন্য ইউরোপের আগ্রহী শিক্ষক ও শিক্ষিকাগণ হযরত আব্বাস (আ.)এর পবিত্র মাজারের কুরআন ইন্সটিটিউটের লন্ডন শাখার টেলিফোন নম্বর: ০০৪৪২০৫২০৪১১৬৭ এবং m.t.t.q۳۱۳@gmail.com জি-মেইলে যোগাযোগ করতে পারবেন।

iqna


ট্যাগ্সসমূহ: ইউরোপ ، কুরআন ، ইকনা ، হযরত ، আব্বাস
captcha