IQNA

হেরবানের “ইবরাহিমি” মসজিদের দরজা বন্ধ করে দিল ইসরাইল

18:05 - October 01, 2025
সংবাদ: 3478165
ইকনা- ফিলিস্তিনের ওয়াকফ ও ধর্মীয় বিষয়ক মন্ত্রণালয় ঘোষণা করেছে যে দখলদার ইসরায়েলি কর্তৃপক্ষ ইহুদিদের উৎসবের অজুহাতে দক্ষিণ দখলকৃত পশ্চিম তীরের হেবরন শহরে অবস্থিত ইবরাহিমি মসজিদ তিন দিনের জন্য বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে।

ইকনা’র প্রতিবেদনে আল-জাজিরার বরাত দিয়ে জানানো হয়েছে, সোমবার বিকেলে ফিলিস্তিনের ওয়াকফ ও ধর্মীয় বিষয়ক মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে: ইসরায়েলি সেনারা ইবরাহিমি মসজিদের সব করিডর, আঙিনা ও প্রাঙ্গণ সম্পূর্ণভাবে বন্ধ করে দিয়েছে এবং টানা তিন দিন (মঙ্গলবার, বুধবার ও বৃহস্পতিবার) মুসল্লিদের প্রবেশ বন্ধ করেছে ইহুদিদের উৎসবের অজুহাতে।
মন্ত্রণালয় এই সিদ্ধান্তের নিন্দা জানিয়ে বলেছে, এই পদক্ষেপ প্রকাশ্যভাবে ধর্মীয় স্বাধীনতার লঙ্ঘন এবং ইবরাহিমি মসজিদকে পরিকল্পিতভাবে লক্ষ্যবস্তু করার অংশ।
তারা আরও সতর্ক করে জানিয়েছে, দখলদার বাহিনীর বাড়তে থাকা হামলা ও বাধার মধ্যে রয়েছে নিয়মিত আজান বন্ধ করে দেওয়া, বৈদ্যুতিক দরজার মাধ্যমে মুসল্লিদের প্রবেশ সীমিত করা, তল্লাশি চালানো, মসজিদের কর্মীদের কাজ বাধাগ্রস্ত করা এবং তাদের দায়িত্ব পালনে বাধা সৃষ্টি করা।
মন্ত্রণালয় আন্তর্জাতিক সমাজ ও ইউনেস্কোকে আহ্বান জানিয়েছে, এসব লঙ্ঘন ও হামলা অবিলম্বে বন্ধে উদ্যোগ নিতে, যেগুলো মসজিদের সম্পূর্ণ ইসলামী পরিচয়কে হুমকির মুখে ফেলছে।
উল্লেখ্য, গত সপ্তাহেও ইবরাহিমি মসজিদ বন্ধ করা হয়েছিল ইহুদি নববর্ষ উপলক্ষে। এবারকার এই বন্ধকরণ হচ্ছে ইয়ম কিপুরের (১ অক্টোবর, বুধবার) আগে।
২০১৭ সালের জুলাইয়ে ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ কমিটি ইবরাহিমি মসজিদকে ফিলিস্তিনি ঐতিহ্যবাহী স্থান হিসেবে ঘোষণা করে। মসজিদটি الخিলের পুরনো শহরে অবস্থিত, যা বর্তমানে দখলদার ইসরায়েলি বাহিনীর নিয়ন্ত্রণে। সেখানে প্রায় ৪০০ ইসরায়েলি বসতি স্থাপনকারী বাস করে এবং তাদের রক্ষায় ১৫০০ সেনা মোতায়েন রয়েছে।
১৯৯৪ সালে এক ইসরায়েলি বসতি স্থাপনকারী ফিলিস্তিনি মুসল্লিদের ওপর হত্যাযজ্ঞ চালিয়ে ২৯ জনকে শহীদ করার পর দখলদার ইসরায়েল ইবরাহিমি মসজিদকে ভাগ করে দেয়—৬৩ শতাংশ অংশ ইহুদিদের জন্য এবং ৩৭ শতাংশ মুসলমানদের জন্য বরাদ্দ করা হয়। 4307985#

captcha