আল-মিসরিয়্যুন ওয়েব সাইটের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনা: মিসরের জাতীয় ফুটবল টিমের সাবেক সদস্য ‘আহমাদ হাসানে’র আর্থিক সহযোগিতায় হেফজ কুরআন বিষয়ক প্রতিযোগিতা আল-মিনিয়া প্রদেশের মাঘাঘা শহরে অনুষ্ঠিত হবে আগামী বছর। চলতি বছর প্রতিযোগিতার ১৩তম অধিবেশন অনুষ্ঠিত হয়েছে।
প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান গত শনিবার (২১ আগস্ট) অনুষ্ঠিত হয়। এতে প্রতিযোগিতার ১৩তম অধিবেশনে বিজয়ী ৯৭ জন হাফেজকে পুরস্কৃত করা হয়েছে।
মাঘাঘা শহরের ‘হুরেস’ অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে মিনিয়া প্রদেশে মিসরের ওয়াকফ মন্ত্রণালয়ের প্রতিনিধি শাইখ মুহাম্মাদ আবু হাতাব, মুসলিম-খ্রিষ্টান যৌথ পরিষদের সাধারণ সম্পাদক শাইখ মাহমুদ জুমআ, আল-মিনিয়া প্রদেশে কুরআনিক স্কুলের পরিচালক শেইখ আহমাদ লুতফি, মাঘাঘা শহরের কর্মকর্তা সৈয়দ হিলমিসহ শত শত প্রতিদ্বন্দী এবং তাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
চলতি বছরের প্রতিযোগিতা ২০০০ প্রতিযোগীর অংশগ্রহণের মধ্য দিয়ে রজব মাসে অনুষ্ঠিত হয়েছে।
আহমাদ হাসান ঐ প্রতিযোগিতায় বিজয়ী প্রতিযোগীদেরকে মিসরের ৬০ হাজার পাউন্ড (প্রতি ডলারের মূল্য ১২৫৭ মিসরীয় পাউন্ড) এবং ১১টি উমরাহ হজ্বের খরচ দিয়েছে। প্রতিটি বিভাগের প্রথম স্থান অধিকারীরা একজন করে তত্ত্বাবধায়কের সাথে ওমরাহ হজ্বের সুযোগ পাচ্ছেন।
প্রসঙ্গত, আহমাদ হাসান মিসরের পেট্রোজেট ক্লাবের সাবেক কর্মকর্তা। তিনি মিসর জাতীয় টিমে ১৮৪টি ম্যাচ খেলেছেন এবং মিসরসহ আফ্রিকার সনামধন্য একজন ফুটবলার তিনি।#3524593