IQNA

ইরানের প্রেসিডেন্ট;

ইমাম খোমেনীর (রহ.) পথ, ইসলামী বিশ্বকে সঠিক পথে বিজয়ী করবে

13:41 - August 24, 2016
সংবাদ: 2601445
আন্তর্জাতিক ডেস্ক: 'সরকার সপ্তাহ' উপলক্ষে ইসলামী বিপ্লবের রূপকার এবং প্রতিষ্ঠাতা ইমাম খোমেনীর (রহ.) মাজার জিয়ারত করেছেন ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি। এ সময় তার সাথে মন্ত্রী পরিষদের সকল সদস্য উপস্থিত ছিলেন।
ইমাম খোমেনীর (রহ.) পথ, ইসলামী বিশ্বকে সঠিক পথে বিজয়ী করবে
বার্তা সংস্থা ইকনা: এ সময় তিনি ইমাম খোমেনীর (রহ ) আদর্শের কথা স্মরণ করে বলেন: ইমাম খোমেনীর (রহ.) পথ, ইসলামী বিশ্বকে সঠিক পথে রেখে বিজয়ী করবে।

ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি ইমাম খোমেনীর মাজারে উপস্থিত সাংবাদিকদের বলেছেন, তার সরকার প্রতিরোধমূলক অর্থনীতি বাস্তবায়নের ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে। সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ীর দিক-নির্দেশনা অনুসারে এ নীতি বাস্তবায়ন করা হচ্ছে বলে তিনি জানান।

প্রেসিডেন্ট রুহানি বলদর্পী শক্তিগুলোর প্রতি ইমাম খোমেনীর দৃষ্টিভঙ্গির কথা উল্লেখ করে বলেন, ইহুদিবাদী ইসরাইল ও তাদের আঞ্চলিক মিত্রসহ শত্রুদের চিহ্নিত করার বিষয়ে ইমাম খোমেনীর নীতি তাদেরকে এমন ভয় ধরিয়েছিল যে, ৩৮ বছর আগে তিনি এসব কথা বললেও শত্রুরা ইসলামি প্রজাতন্ত্র ইরানকে এখনো লক্ষ্যবস্তুতে পরিণত করে রেখেছে। এসময় তিনি জানান, চলতি অর্থবছরে ইরানে মুদ্রাস্ফীতি কমে এক সংখ্যায় এসেছে। তিনি জানান, বর্তমানে ইরানে মুদ্রাস্ফীতির হার শতকরা নয় শতাংশ।

ইরানের সরকার সপ্তাহউপলক্ষে ইসলামি বিপ্লবের স্থপতি মরহুম ইমাম খোমেনীর মাজার জিয়ারত শেষে তিনি গতকাল (মঙ্গলবার) এ সব কথা বলেন।

iqna


captcha