IQNA

কারবালায় নারীদের কুরআন প্রতিযোগিতা শুরু

4:25 - August 29, 2016
সংবাদ: 2601474
কুরআন বিষয়ক কার্যক্রম ডেস্ক: ‘নূরুস সাকালাইন’ শিরোনামে ইরাকের নারীদের জাতীয় হেফজ, কিরাত ও তাফসির প্রতিযোগিতা গতকাল (রোববার, ২৮ আগস্ট) পবিত্র কারবালা শহরে শুরু হয়েছে।

কুরআন বিষয়ক বার্তা সংস্থা ক্বাফে’র উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনা: ইরাকের নারীদের জাতীয় হেফজ, কিরাত ও তাফসির বিষয়ক প্রতিযোগিতা ‘নূরুস সাকালাইন’ কারবালা শহরের ‘নূরুয যাহরা’ কুরআন বিষয়ক ইনস্টিটিউটের উদ্যোগে গতকাল (রোববার, ২৮ আগস্ট) পবিত্র কারবালা শহরে শুরু হয়েছে। প্রতিযোগিতাটি সকাল ও বিকেল দুই অধিবেশনে ৪ দিন ব্যাপী অনুষ্ঠিত হবে।

প্রতিযোগিতার অবকাশে ‘ইরাকে নারীদের কুরআন ভিত্তিক তৎপরতা এবং এর উন্নয়ন ও সম্প্রসারণের উপায়’ শীর্ষক শিরোনামে একটি সেমিনারও অনুষ্ঠিত হবে।

কুরআন বিষয়ক ইনস্টিটিউট ‘নূরুয যাহরা (সা. আ.)’-এর পক্ষ থেকে ইমাম হুসাইন (আ.) এর যায়েরদের জন্য কারবালায় নির্মিত মিনি সিটি পরিদর্শনের ব্যবস্থা করা হবে প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের জন্য।

প্রসঙ্গত, হেফজ তেলাওয়াত ও তাফসির বিষয়ক কুরআন প্রতিযোগিতা ‘নূরুস সাকালাইন’-এর সমাপনী অনুষ্ঠান প্রতিযোগিতার চতুর্থ দিন অনুষ্ঠিত হবে। এ অনুষ্ঠানে বিজয়ী প্রতিদ্বন্দীদেরকে পুরস্কৃত করা হবে।#3525854

captcha