
বার্তা সংস্থা ইকনা: ফুরাত অপারেশনের কমান্ডর "কেইস খালাফ রহমত" ঘোষণা করেছেন: কারবালার 'এইন তামার' শহরের অধিবাসীদের উপর সন্ত্রাসীরা হামলা চালিয়েছে। সন্ত্রাসীদের এই হামলার ফলে ১৮ জন নিহত এবং অপর ২৬ জন আহত হয়েছেন।
তিনি আরও বলেন: গতকাল (২৮ আগস্ট) রাত্রে সন্ত্রাসীরা এই হামলা চালায়। এক সন্ত্রাসী জনগণের মধ্যে প্রবেশ করে তার নিজের কাছে রাখা বেল্ট বোমাটি বিস্ফোরণ ঘটায়। এছাড়াও অন্য সন্ত্রাসীরা সাধারণ জনগণকে লক্ষ করে দুর থেকে গুলি বর্ষণ করে এবং হ্যান্ড গ্রেনেড নিক্ষেপ করে।
খালাফ গুরুত্বারোপ করে বলেন: কারবালা প্রদেশের 'এইন তামার' শহরের জনগণ যখন 'আল-হাসানা' এলাকায় বিক্ষোভ প্রদর্শন করছিল, ঠিক তখনই সন্ত্রাসীরা এই নৃশংস হামলা চালায়।
Iqna