IQNA

ইনগুশটিয়ার মসজিদে সন্ত্রাসীদের বোমা হামলা নস্যাৎ

19:07 - August 30, 2016
সংবাদ: 2601486
আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার ইনগুশটিয়া প্রজাতন্ত্রের একটি মসজিদের পাশে সন্ত্রাসী বোমা হামলা করতে চেয়েছিল। রাশিয়ার সামরিক বাহিনী সন্ত্রাসীদের বোমা হামলা নস্যাৎ করেছে।
বার্তা সংস্থা ইকনা: মসজিদের পাশে একটি গাড়িতে সন্ত্রাসীরা বোমা রেখে যায়। এই খবর পেয়ে সন্ত্রাসীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে গাড়িটি নিরাপদ স্থানে নিয়ে যেয়ে বোমাটির বিস্ফোরণ ঘটায়।

রাশিয়ার ইনগুশটিয়া প্রজাতন্ত্রের নাগরিক 'আলী ইউরটা' সর্বপ্রথম বোমাটি দেখতে পায়। গাড়িতে রাখা বোমাটি দেখার সাথে সাথে তিনি নিরাপত্তা বাহিনীকে খবর দেয়।

বোমাটি স্থানান্তর করার সময় নিরাপত্তা বাহিনী আশেপাশের এলাকা জনশূন্য করে রাখে।

কিছু সূত্র ঘোষণা করেছে, ইনগুশটিয়া প্রজাতন্ত্রের অন্যতম মুসলিম আলেম শেখ ঈসা তিসিশুফকে হত্যা করার জন্য সন্ত্রাসীরা এই পরিকল্পনা করে।

iqna


captcha