IQNA

ফরাসি রেস্টুরেন্ট মালিকের বিরুদ্ধে মুসলিম নারীদের মামলা

0:29 - August 31, 2016
সংবাদ: 2601487
আন্তর্জাতিক ডেস্ক: শুধুমাত্র মুসলমান হওয়ার কারণে ফ্রান্সের একটি রেস্টুরেন্ট থেকে দুই মুসলিম নারীকে বহিষ্কার করেছে রেস্টুরেন্ট কর্তৃপক্ষ। এর প্রতিবাদে দুই মুসলিম নারী রেস্টুরেন্টের মালিকের বিরুদ্ধে মামলা করেছেন।
ফরাসি রেস্টুরেন্ট মালিকের বিরুদ্ধে মুসলিম নারীদের মামলা
বার্তা সংস্থা ইকনা: ফরাসি এই রেস্টুরেন্টের মালিক সকল মুসলমানদেরকে "সন্ত্রাসী" অবিহিত করে এই দুই নারীকে রেস্টুরেন্ট থেকে বের করে দেয়।

ইসলাম বিদ্বেষী বিরোধী একটি গ্রুপের কর্মীরা বলেন, এই দুই মুসলিম নারী রেস্টুরেন্টের মালিকের বিরুদ্ধে সোমবার (২৯ আগস্ট) ফরাসী কর্তৃপক্ষের নিকট অভিযোগ দায়ের করেছেন।

ইসলাম বিদ্বেষী বিরোধী গ্রুপ (CCIF) এই দুই মুসলিম নারীকে সমর্থন করেছ এবং রেস্টুরেন্ট কর্তৃপক্ষের এধরণের কাজকে বর্ণবাদ বলে অবিহিত করেছে।

ঐ দুই মুসলিম নারীর মধ্যে একজন রেস্টুরেন্টের মালিকের আচরণকে ভিডিও করেছিলেন এবং পরবর্তীতে তা সামাজিক মিডিয়ায় প্রকাশ করেছেন।

দুই মুসলিম নারী এবং রেস্টুরেন্ট কর্তৃপক্ষের মধ্যে কথোপকথনের এক পর্যায় এই দুই নারী বলেন: "বর্ণবাদীরা আমাদের খাবার দেক তা আমরা চাই না।" এর প্রতিদত্তরে হোটেল কর্তৃপক্ষ বলে: "বর্ণবাদীরা মানুষ হত্যা করে না। সন্ত্রাসীরা মুসলমান এবং সমস্ত মুসলমান সন্ত্রাসী।

মুসলমানদের নিকট রেস্টুরেন্ট কর্তৃপক্ষের ক্ষমা প্রার্থনা

সামাজিক মিডিয়ার এই ভিডিওটি প্রকাশ এবং সামাজিক মিডিয়া ব্যবহারকারীদের ব্যাপক প্রতিক্রিয়ার দরুন ঐ রেস্টুরেন্টের মালিক এই ব্যবহারের জন্য "মুসলিম সমাজের সকলে"র নিকট ক্ষমা চেয়েছেন।

উল্লেখ্য, ফ্রান্সে একের পর এক ইসলামী বিরোধী পদক্ষেপ ও ঘটনা ঘটেই চলেছে এবং মুসলমানদেরকে হেনস্থা করা হচ্ছে। কিছুদিন পূর্বে ফ্রান্সের সৈকতে মুসলিম নারীদের বুরকিনি নিষিদ্ধ করা হয়েছে এবং তার পর থেকে কয়েকজন হিজাবি নারীকে জরিমানা দিতে হয়েছে।

iqna

captcha