IQNA

তেহরানের জুমার খতিব;

মিনা দুর্ঘটনার মধ্যে আলে সৌদ তাদের অপরাধ কর্মের উচ্চ শিখরে পৌঁছেছে

18:21 - September 02, 2016
সংবাদ: 2601503
আন্তর্জাতিক ডেস্ক: গত বছর হজ মৌসুমে হৃদয়বিদারক মিনা ট্র্যাজেডির কথা স্মরণ করে তেহরানের জুমার খতিব বলেন: এই দুর্ঘটনার ফলে মহান আল্লাহর ঘরের অতিথিগণ নিহত হয়েছেন। এ দুর্ঘটনা কখনোই ভোলার মত নয়।
মিনা দুর্ঘটনার মধ্যে আলে সৌদ তাদের অপরাধ কর্মের উচ্চ শিখরে পৌঁছেছে

বার্তা সংস্থা ইকনা: তেহরানের জুমার খতিব এবং বিশেষজ্ঞ পরিষদের বোর্ডে সদস্য আয়াতুল্লাহ মুহাম্মাদ আলি মোয়াহহেদি কেরমানি আজ তেহরানের জুমার খুৎবায় হজের গুরুত্ব বর্ণনা প্রসঙ্গে এ কথা বলেন।

তিনি বিশেষজ্ঞদের মতামতের প্রতি ইঙ্গিত করে বলেন গত বছর সৌদি কর্মকর্তারা যদি হাজিদের নিরাপত্তার বিষয়টি আরো বেশি দায়িত্বশীলতার সঙ্গে বিবেচনা করতো তাহলে হাজার হাজার নিরীহ হাজিকে এভাবে প্রাণ দিতে হতো না।

আয়াতুল্লাহ কেরমানি বলেন ইসলামে হজের গুরুত্ব ওমর্যাদা অপরিসীম।মুসলিম উম্মাহকে হজ পালন করার সময় এই মর্যাদাউপলব্ধিরপথের বাধা প্রতিবন্ধকতাগুলোকে চিনতে হবে। কারা মুসলিম উম্মাহর মাঝে বিচ্ছিন্নতা সৃষ্টির ষড়যন্ত্রের সঙ্গে জড়িত তাদেরকেও চেনা কর্তব্য বলে তিনি উল্লেখ করেন।

আয়াতুল্লাহ মোয়াহহেদি বলেন হযরত ইব্রাহিম (আ) এর মতো যদি হজ পালন করা হতো তাহলে মুসলমানদের আর কোনো সমস্যাই থাকতো না। এ প্রসঙ্গে তিনি বলেন হারামাইন শরিফাইনকে ওহাবিদের হাত থেকে মুক্ত কো উচিত। তাহলে হাজিরা পরিপূর্ণ নিরাপত্তার সঙ্গে হজ পালন করতে পারতো এবং নির্ভয়ে ইসলামের শত্রুদের প্রতি হাজিরা তাদের ঘৃণা ও ক্ষোভ প্রকাশ করতে পারতো।

আলে-সৌদকে আমেরিকার দালাল বলে উল্লেখ করে জুমার খতিব বলেন তারা মুসলমানদেরকে হজ থেকে উপকৃত হবার সুযোগ দিচ্ছে না।

সবোর্চ্চ নেতার দিক-নির্দেশনায় প্রতিরক্ষা ক্ষেত্রে ইরানের ব্যাপক উন্নয়ন ও অগ্রগতির কথা উল্লেখ করে আয়াতুল্লাহ কেরমানি বলেন, বলদর্পি শক্তিগুলোর আগ্রাসন মোকাবেলায় প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির অধিকার ইরানের রয়েছে।

শত্রুরা ইরানের প্রতিরক্ষা ব্যবস্থার উন্নয়নে ব্যাপক ভীত হয়ে পড়েছে-এই মন্তব্য করে জুমার খতিব বলেন, ইরানের পার্শ্ববর্তী দেশগুলো যখন চরম নিরাপত্তাহীন ও অস্থিতিশীল হয়ে পড়েছে সে সময় ইসলামি প্রজাতন্ত্র ইরানে পরিপূর্ণ নিরাপত্তা বিরাজ করছে।#

iqna

captcha