বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: এ শোক অনুষ্ঠান গত বৃহস্পতিবার (৮ই সেপ্টেম্বর) জাফারিয়া ইসলামি সেন্টারের সহযোগিতায় মেলবোর্নের পারিশ মিলনায়নতে অনুষ্ঠিত হয়।
হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমীন গোলাম আলী হায়দারী এ অনুষ্ঠানে ইমাম বাকের (আ.) এর জীবনীর বিভিন্ন দিকের উপর আলোকপাত করে বক্তব্য রাখেন।
তিনি বলেন: যদি মুসলিম বিশ্ব মহান এ ইমাম (আ.) এর শিক্ষা অনুসরণ করতো তবে তারা এত সমস্যার সম্মুখীন হত না।
বক্তব্যের পর নওহা ও মার্সিয়া পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। আহলে বাইত (আ.) এর অনুসারীরা ইমাম বাকির (আ.) ও কারবালার শহীদদের স্মরণে অশ্রু বিসর্জন এবং মাতমের মাধ্যমে তাদের শোক প্রকাশ করেন।#3529099