IQNA

শেইখুল কোররা কি ওছিয়ত করেছিলেন?

23:46 - September 11, 2016
সংবাদ: 2601553
আন্তর্জাতিক ডেস্ক: মিশরের শীর্ষস্থানীয় কারী ও শেইখুল কুররা ‘শেইখ আব্দুল হাকিম আব্দুল লাতিফ’ ৯ সেপ্টেম্বর ইন্তেকাল করেছেন এবং গতকাল তার দাফন কাজ সম্পন্ন হয়েছে।
বাতা সংস্থা ইকনা: মৃত্যুবরণের পূর্বে তিনি ওছিয়ত করে গিয়েছেন, তার দাফনের অনুষ্ঠানে কুরআন খতম এবং কুরআন মাহফিল অনুষ্ঠানের আয়োজন না করা হয়।

মিশরের ক্বারিদের ইউনিয়ন উপদেষ্টা ও মিশরে আওকাফ মন্ত্রণালয়ের মহাপরিদর্শক 'আল-ওয়াতান' সংবাদ সংস্থায় এক সাক্ষাতকারে মরহুম শেইখ আব্দুল হাকিম আব্দুল লাতিফে'র ওছিয়তনামা সম্পর্কে কথা বলেন।

তিনি বলেন: মিশরের শেইখুল কুররা এবং আল আজহার ইসলামী গবেষণা পরিষদের পবিত্র কুরআন পর্যালোচনা বিভাগের প্রধান শুক্রবার ইন্তেকাল করেছেন। মৃত্যুবরণের পূর্বে তিনি ওছিয়তনামায় বলে গিয়েছেন, তার মৃত্যুর পর তার জন্য কোন প্রকার কুরআন খতম এবং কুরআন মাহফিল অনুষ্ঠানের আয়োজন করা না হয়। জানাজার নামাজেও যেন স্বপ্লসংখ্যক ব্যক্তি অংশগ্রহণ করে এবং আল-আজহার মসজিদের সামনে যেন তাকে দাফন করা হয়।

বলাবাহুল্য, ‘শেইখ আব্দুল হাকিম আব্দুল লাতিফ৯ সেপ্টেম্বর ইন্তেকাল করেন এবং ১০ম সেপ্টেম্বর তার দাফন কাজ সম্পন্ন হয়। তার জানাজার নামাজ এবং দাফনের অনুষ্ঠানে মিশরের কিছু ক্বারি, শেইখুল আজহার এবং মিশরের আওকাফ মন্ত্রণালয়ের আলেমগণ উপস্থিত ছিলেন।

আন্তর্জাতিক কুরআন বিষয়ক বার্তা সংস্থা "ইকনা", মহান এ কারীর মৃত্যুতে তার পরিবার এবং কুরআন ভিত্তিক তৎপরতার সাথে জড়িত ব্যক্তিত্বদের প্রতি শোক ও সমবেদনা জ্ঞাপন করছে।

iqna


captcha