আল-আলামের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনা: দখলদার ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু টাইমস অব ইসরাইলকে দেয়া সাক্ষাতকারে চলতি বছরে ইরানি হাজিরা হজ বঞ্চিত হওয়ার ঘটনায় আনন্দ প্রকাশ করেছেন।
মধ্যপ্রাচ্যে সৌদি নীতির সমর্থক জায়নবাদী ইসরাইলের প্রধানমন্ত্রী, সৌদি আরব কর্তৃক ‘হজের অর্থ হল সভ্য আচরণ’ শীর্ষক ক্যাম্পেইন আয়োজনের জন্য কৃতজ্ঞতা জানিয়ে বলেন: মধ্যপ্রাচ্যে ইসলাম ধর্মের সাথে ইহুদি ধর্মসহ অন্যান্য ধর্মের মাঝে শান্তি স্থাপন এবং ইসরাইলের সাথে আরব দেশগুলোর সম্পর্ক স্বাভাবিক করণের লক্ষ্যে এটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
প্রসঙ্গত, মার্কিন যুক্তরাষ্ট্রের সহায়তায় নেতানিয়াহু ও তার সরকার মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার পথে প্রধান বাধা। ফিলিস্তিনে বিভিন্ন মানবতা বিরোধী অপরাধে লিপ্ত নেতানিয়াহু বলেন: চলতি বছর ইরানিদের হজে অনুপস্থিতিতে আমাদের আনন্দের বিষয়টি আমরা গোপন করতে চাই না। নিঃসন্দেহে বিগত দশকগুলোতে মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার পথে প্রধান বাধা হচ্ছে ইরান!#3530422